বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদের জন্মবার্ষিকী উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে খাবার বিতরণ এবং কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বেরোবি ছাত্রদলের প্রচার সম্পাদক মো. মাসুদ রানা বলেন, “বীরশ্রেষ্ঠ শহীদ আবু সাঈদ শুধু আমাদের বিশ্ববিদ্যালয়ের নন, পুরো বাংলাদেশের গর্ব। তার আত্মত্যাগের গল্প আমরা সারাজীবন ভালো কাজের মাধ্যমে তুলে ধরব, ইনশাআল্লাহ।”
সংগঠনের সাধারণ সম্পাদক জহির রায়হান বলেন, “আজ আমরা এক বিশেষ উপলক্ষে, একজন মানুষকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি আজ আমাদের মাঝে নেই। কিন্তু, তার ত্যাগ, তার সংগ্রাম, তার স্মৃতি আমাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে আছে। তিনি হলেন শহীদ আবু সাঈদ। তার জীবন, তার স্বপ্ন, তার পরিবার— সবকিছু উৎসর্গ করেছিলেন সত্য ও ন্যায়ের পথে। তার আত্মত্যাগ আমাদের সবার জন্য উদাহরণ, অনুপ্রেরণা ও সাহসের প্রতীক। আমরা তার রুহের মাগফিরাত, তাকওয়া, মর্যাদা ও জান্নাতের সর্বোচ্চ স্থান কামনা করি।”
জানা যায়, শহীদ আবু সাঈদ ২০০০ সালের ১০ ডিসেম্বর রংপুরের পীরগঞ্জে জন্মগ্রহণ করেন।