যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ সুষ্ঠভাবে সম্পন্ন করার লক্ষ্যে সংবাদ সম্মেলন করেছে যবিপ্রবি ডিবেট ক্লাব। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর দুইটায় যবিপ্রবির ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) ডিবেট ক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে জানানো হয়, আগামী ১৮ ও ১৯ ডিসেম্বর যবিপ্রবি ক্যাম্পাসে দুই দিন ব্যাপী এ জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে দেশের বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মোট ৩২টি দল অংশগ্রহণ করবে। প্রতিযোগিতাটি বাংলা এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত হবে। গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২০ ডিসেম্বর।
সম্মেলনে যবিপ্রবি ডিবেট ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন বলেন, “বিজয়ের মাস ডিসেম্বর বাংলাদেশের ইতিহাসে আত্মমর্যাদা, সাহস ও গৌরবের প্রতীক। এই বিজয়ের চেতনায় অনুপ্রাণিত হয়ে যুক্তিনির্ভর চিন্তা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের আহ্বান জানাতে যবিপ্রবি ডিবেট ক্লাব ‘দ্বিতীয় জাতীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’ আয়োজন করতে যাচ্ছে। তিনি বলেন, বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি নাগরিক চেতনা গঠনের একটি শক্তিশালী মাধ্যম, যা যুক্তিবোধ শাণিত করে এবং দায়িত্বশীল ও সহনশীল নাগরিক তৈরি করে।”
এ আয়োজনে প্রেজেন্টিং পার্টনার হিসেবে থাকছে সেইলর এবং পাওয়ার্ড বাই হিসেবে দ্য সিটি ব্যাংক। ইভেন্ট ডাটা সলিউশন পার্টনার টিম ডাটা ৩৬০। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত রয়েছে যবিপ্রবিসাস, আজকের পত্রিকা, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, স্টার নিউজ, ডিবিসি গ্রুপ ও দ্য ডেইলি ক্যাম্পাস। ফটোগ্রাফি ও ভিডিও পার্টনার হিসেবে থাকছে যবিপ্রবি ফটোগ্রাফিক সোসাইটি, শাটার আপ ফটোগ্রাফি ও এসথেটিক জাস্ট। ফুড পার্টনার হিসেবে রয়েছে সেন্ট্রাল ক্যাফেটেরিয়া।