উৎসব মুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রা, পুষ্পস্তবক অর্পণ এবং ক্রীড়া প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করে প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টার দিকে প্রশাসন ভবন ও আবাসিক হলগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর, প্রশাসন ভবনের সামনে থেকে আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য মুক্ত বাংলায় সমবেত হয়। সেখানে মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, প্রো-ভিসি প্রফেসর ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. জাহাঙ্গীর আলম পুষ্পস্তবক অর্পণ করেন।
তারপর, একে একে জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ছাত্র ইউনিয়নসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
জাতির সূর্য সন্তানদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে ভিসি প্রফেসর ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “মুক্তিযুদ্ধের উদ্দেশ্য ছিল যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করে একটি গণতান্ত্রিক, শোষণমুক্ত ও ন্যায় ভিত্তিক রাষ্ট্র তৈরি করা। যে লক্ষ্যকে অর্জন করার জন্য আমরা দেখি ২৪শের বীর সেনারা রক্ত দিয়েছে। এর আগে যে ইতিহাস আমাদের, সেই ইতিহাসটি কালো অধ্যায় দিয়ে ঢাকা। ২৪শের সেই রক্তের মাধ্যমে আবার আমরা শপথ গ্রহণ করেছি। বাংলাদেশ যে লক্ষ্যে স্বাধীন হয়েছিল, সেই লক্ষ্যকে আমরা অর্জন করব।
তিনি আরো বলেন, “আমাদের স্বাধীনতার স্বপ্ন পূরণ হবে ২৪শের চেতনা বাস্তবায়নের মাধ্যমে। এই জন্য বিশ্ববিদ্যালয়ের সকল স্টেক হোল্ডারকে, বিশেষ করে আমার ছাত্র সমাজকে, আজকের দিনে আমার এই বার্তা থাকবে, ভুলে যাও তোমাদের পুরোনো ইতিহাস। স্বাধীনতার যে মূলমন্ত্র নিয়ে বিজয় আমাদের সূচিত হয়েছিল, আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছিলাম, সেই উদ্দেশ্যকে সফল করার জন্যে ২৪-এর চেতনাকে ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্নে তোমরা এগিয়ে যাও।”