খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ‘বি’ ইউনিট এর ভর্তি পরীক্ষা দিতে এসে ঢাকার একটি কেন্দ্রে মো. তাহির উজ জামান আকাশ (২২) নামে এক ভর্তিচ্ছু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা সোয়া ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের রোবটিক্স বিভাগের প্রবেশমুখে/বারান্দায় পরীক্ষা চলাকালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমেদ জানান, “খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দ্রুত তাকে চিকিৎসার জন্য মেডিকেল সেন্টার এবং পরে ঢাকা মেডিকেলে পাঠায়, তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
নিহত তাহির উজ জামান আকাশের পিতা মো. ইসমাইল হোসেন ও মাতা শামীমা আক্তার। তাদের বাড়ি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায়। তিনি রাজধানীর মোহাম্মদপুর এলাকার পশ্চিম ধানমন্ডিতে দাদার সঙ্গে বসবাস করতেন বলে জানা গেছে। তার পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, “মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।”
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। পৃথক শোকবার্তায় শোক প্রকাশ করেছেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, ‘বি’ ইউনিট ভর্তি কমিটির সভাপতি ও জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম মাহবুবুর রহমান এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত।
তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।