ক্যাম্পাস

দেশি-বিদেশি ষড়যন্ত্রে ওসমান হাদিকে শহীদ করা হয়েছে: চাকসু ভিপি

দেশি-বিদেশি ষড়যন্ত্রে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদিকে শহীদ করা হয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি।

তিনি বলেন, “হাদি ভাই মানুষের হৃদয়ের স্পন্দন বুঝতে পেরেছিলেন। যার কারণে আধিপত্যবাদ তাকে আর সহ্য করেনি। বরং দেশীয় ও বৈদেশিক ষড়যন্ত্রের মাধ্যমে হাদি ভাইকে শহিদ করা হয়েছে।”

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে চাকসু আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই মন্তব্য করেন ইব্রাহিম রনি।

“হাদি ভাইয়ের মতো একটি কণ্ঠস্বর আমাদের খুব প্রয়োজন ছিল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে মানুষের হৃদয়ের কথা বলতেন, খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলতেন। তিনি মানুষের মনের কথা বুঝতেন বলেই তাকে শহীদ করা হয়েছে। শুধু হাদি নয়— আধিপত্যবাদ এখন অনেকের বিরুদ্ধে কিলিং মিশনে নেমেছে। তারা আবার আধিপত্য কায়েম করতে চায়, দেশের সম্পদ লুটপাটের স্বপ্ন দেখে। জুলাইয়ের অপরাধীদের শাস্তি না হওয়ার কারণেই আজ জুলাইয়ের বীরদের মার খেতে হচ্ছে,” বলেন ইব্রাহিম রনি।

সমাবেশে আরো বক্তব্য রাখেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক মোনায়েম শরীফসহ হল সংসদের বিভিন্ন প্রতিনিধিরা।