ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদির দাফন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অতিরিক্ত ভিড় এড়াতে প্রবেশ পথগুলো সাময়িকভাবে সর্বসাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে দাফন কার্যকে কেন্দ্র করে ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।
শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শহীদ শরিফ ওসমান হাদিকে সমাহিত করা উপলক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের মানুষের প্রতি ক্যাম্পাসে ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে। সার্বিক নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশ পথগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। জনসাধারণের স্বাভাবিক চলাচলে সাময়িক অসুবিধার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন দুঃখ প্রকাশ করেছে।
এদিকে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরের আগ থেকেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। টিএসসির রাজু ভাস্কর্য এলাকা, ঢাবির কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণ এবং নজরুল সমাধি প্রাঙ্গণে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি টিএসসি থেকে শাহবাগমুখী সড়কের কিছু অংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলিবিদ্ধ হন শরিফ ওসমান হাদি। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচারের পর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে তিনি মৃত্যুবরণ করেন।