ক্যাম্পাস

শহীদ হাদির স্মরণে ইবিতে দেয়াল লিখন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শহীদ শরিফ ওসমান বিন হাদির স্মরণে দেয়াল লিখন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখা। শনিবার (২০ ডিসেম্বর) ক্যাম্পাসের বিভিন্ন একাডেমিক ভবনের দেয়াল, প্রশাসন ভবন এবং টিএসসিসি`র দেয়ালে এসব উক্তি লেখা হয়।

এতে ‘দাসত্ব যে জমিনে নিশ্চল নিয়তি, লড়াই-ই সেখানে সর্বোত্তম ইবাদত', 'যুগ হতে যুগান্তরে আজাদীর সন্তানেরা পতাকা সমুন্নত রাখবেই, মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নাই', 'আমাদের এক্সট্রা কোন সিকিউরিটি লাগবে না তবে আমাদের যদি কেউ গুলি করে মেরে ফেলে তাদের বিচার কইরেন, বিচার না করলে আর কেউ জন্মাবে না',  'ছাপ্পান্ন হাজার বর্গ মাইল জুড়ে একদিন করবো আমরা ইনসাফের চাষাবাদ'সহ আরও নানা উক্তি লেখা হয়৷ 

দেয়াল লিখন কর্মসূচি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার আহ্বায়ক এস এম সুইট বলেন, “শহীদ ওসমান হাদির চিন্তা ও চেতনা  শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দেয়ালে তার উক্তিগুলো লেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা এই লেখা পড়ে নিজেদের ভিতর হাদিকে লালন করতে পারে। এছাড়া শহীদ হাদি যাতে যুগে যুগে টিকে থাকে এবং পরবর্তী প্রজন্ম যাতে হাদিকে জানতে পারে, এটিই আমাদের দেওয়াল লিখনের উদ্দেশ্য।'

প্রসঙ্গত, গত শুক্রবার (১২ ডিসেম্বর) জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগরে বক্স কালভার্ট রোডে ওসমান বিন হাদিকে গুলিবিদ্ধ করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অপারেশন শেষে এভার কেয়ার হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি গত বৃহস্পতিবার রাতে মারা যান। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।