গ্রিন ইউনিভার্সিটির জেএমসি (জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন) বিভাগের শিক্ষার্থীরা রাজধানীর আঁগারগাওয়ে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে (নিমকো) ইন্ডাস্ট্রিয়াল ভিজিট করেছেন।
রবিবার (২১ ডিসেম্বর) জেএমসি বিভাগের কোর্স কারিকুলামের অংশ হিসেবে তারা এই ভিজিট করেন।
এ সময় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট এটি একটি ভালো উদ্যোগ। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সব সময় সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাচ্ছে।এখানে বছরব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম হয়। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, তথ্য অধিদপ্তর এবং গণযোগাযোগ অধিদপ্তরে কর্মরত সম্প্রচার ও যোগাযোগকর্মীদের দক্ষতা ও কারিগরি জ্ঞানদানের মাধ্যমে সম্প্রচার, চলচ্চিত্র ও গণযোগাযোগ কর্মকাণ্ডের উন্নতি সাধন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মূল উদ্দেশ্য। প্রশিক্ষণ ও বস্তুনিষ্ঠ গবেষণার মাধ্যমে বাংলাদেশে ইলেকট্রনিক ও চলচ্চিত্র মাধ্যমের সময়োপযোগী উন্নয়ন এ ইনস্টিটিউটের মূল দায়িত্ব।”
গ্রিন ইউনিভার্সিটির জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. অলিউর রহমান বলেন, “এই ধরনের ফিল্ড ট্রিপ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি তাদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতার নৈতিকতা এবং দায়িত্বশীলতা সম্পর্কেও সচেতন করে তোলে। ফিল্ড ট্রিপ শুধু শিক্ষার্থীদের শিক্ষাদান নয়, বরং তাদের নৈতিক ও সামাজিক দায়িত্ববোধ জাগ্রত করতে সহায়ক।”
জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন বিভাগের শিক্ষক জান্নাতুল ফেরদৌস মীম বলেন, ‘‘ফিল্ড ট্রিপে শিক্ষার্থীরা আরো বেশি প্রাকটিক্যাল নলেজ ধারণ করতে পারে। এছাড়া শিক্ষার্থীদের মাঝে একটি মেলবন্ধন তৈরি হয়।’
এ সময় উপস্থিত ছিলেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজ, পরিচালক (প্রশিক্ষণ প্রকৌশল) পারভীন সুলতানা।
পরে শিক্ষার্থীরা জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট পরিদর্শন করেন।
বক্তব্য রাখেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান।
জার্নালিজম বিভাগের এই ফিল্ড ট্রিপের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদেরকে রিপোর্টিং এবং ভিজ্যুয়াল কনটেন্ট তৈরি ও সম্প্রচার সাংবাদিকতা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন।এ বিষয়ে জার্নালিজম বিভাগের শিক্ষার্থী মাহিন আল মাশরাফি পলক বলেন, “এ ধরনের ফিল্ড ট্রিপ জরুরি। কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেয়। আমরা পুস্তকের তাত্ত্বিক জ্ঞানকে বাস্তব জীবনের প্রেক্ষাপটে প্রয়োগ করতে পারি। ধন্যবাদ জেএমসি বিভাগকে।”
বিভাগের আরেক শিক্ষার্থী স্বর্ণা আক্তার বলেন, “জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট সম্পর্কে জানলাম।এখানে আমরা বেতার স্টুডিও, টিভি স্টুডিও ঘুরে দেখলাম, অনেক অভিজ্ঞতা অর্জন করলাম।’’
বিভাগের আরেক শিক্ষার্থী সৈকত আকন্দ বলেন, ‘‘জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট অনেক বিষয়ে প্রশিক্ষণ দেয়, সেসব বিষয়ে আমরা ধারণা পেয়েছি। সবাই মিলে স্মৃতিকে ধরে রাখার জন্য ছবি তুলেছি।”
জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে শিক্ষার্থীরা।
এই ফিল্ড ট্রিপে উপস্থিত ছিলেন গ্রিন ইউনিভার্সিটির জেএমসি ল্যাব কো-অর্ডিনেটর ও ক্যাম্পাস মিডিয়া সম্পাদক কাজী মাহাদী মুনতাসির।