ক্যাম্পাস

খালেদা জিয়ার মৃত্যুতে ঢাবি উপাচার্যের শোক, ক্লাস-পরীক্ষা স্থগিত

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান গভীর শোক প্রকাশ করেছেন। তার সম্মানে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) থেকে বৃহস্পতিবার (১লা জানুয়ারি ২০২৬) পর্যন্ত ৩ দিন বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-পরীক্ষা স্থগিত থাকবে এবং ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বাণীতে উপাচার্য বলেন, “দেশ ও জাতির কল্যাণে বেগম খালেদা জিয়ার আজীবন অবদান অবিস্মরণীয়। গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তার নিরলস সংগ্রাম ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি নিষ্ঠার সঙ্গে দেশসেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে ছিলেন।” তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

শোক কর্মসূচির অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদসহ সকল হল, হোস্টেল ও আবাসিক এলাকার মসজিদে কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। এছাড়া, মরহুমার জীবন ও কর্ম নিয়ে একাডেমিক সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে।

বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিতব্য জানাজায় অংশগ্রহণের জন্য শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।