জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মোট ৩৯টি কেন্দ্রের মধ্যে ৩২টির ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, ৩২ কেন্দ্রে শিবিরসমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম ছাত্রদলসমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এ কে এম রাকিবের চেয়ে ৪৬০ ভোটে এগিয়ে রয়েছেন। এ ছাড়া সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরসমর্থিত প্রার্থীরা বড় ব্যবধানে লিড ধরে রেখেছেন।
৩২ কেন্দ্রের ফলাফলে ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছেন মোট ৩৮৮৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৩৪২৩ ভোট।
এদিকে, ৩১ কেন্দ্রে জিএস পদে শিবিরে আরিফ পেয়েছেন ৪ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ১ হাজার ৭২১ ভোট। আর সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবিরের মাসুদ পেয়েছেন ৩ হাজার ৮৭২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আতিকুল রহমান তানযিল পেয়েছেন ৩ হাজার ৪১ ভোট।
কয়েক দফা পেছানো ও স্থগিতের পর মঙ্গলবার (৬ জানুয়ারি) অনুষ্ঠিত হয় বহুল আকাঙিক্ষত জকসু নির্বাচন। জকসু ও হল সংসদে ১৬ হাজার ৪৪৫ জন ভোটারের মধ্যে ৬৬ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।