ক্যাম্পাস

নোবিপ্রবি সাংবাদিক সমিতির দায়িত্ব হস্তান্তর ও আলোচনা সভা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সাংবাদিক সমিতির ৬ষ্ঠ কার্যনির্বাহী পরিষদের বিদায় ও ৭ম কার্যনির্বাহী পরিষদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে ‘গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যম: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা ও দায়িত্ব হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক। তিনি বলেন, “সাংবাদিকতা একটি বড় ও দায়িত্বশীল জায়গা। সাংবাদিকদের ইতিবাচক ও গঠনমূলক সমালোচনার মাধ্যমে প্রশাসনের ভুল ধরিয়ে দেওয়ার আহ্বান করি।” একই সঙ্গে নোবিপ্রবির সমস্যা ও শিক্ষার্থীদের অভিযোগ বারবার তুলে ধরলে প্রশাসন উদ্যোগ নিতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

বিশেষ অতিথির বক্তব্যে নোবিপ্রবির কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ হানিফ (মুরাদ)—জুলাই আন্দোলনে বিশ্ববিদ্যালয় সাংবাদিকদের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। তবে ফেক নিউজ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের জন্য হুমকি—এ কথা উল্লেখ করে তিনি সংবাদ প্রকাশে সত্যনিষ্ঠার ওপর জোর দেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নোবিপ্রবি রিজেন্ট বোর্ডের সদস্য ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, নোবিপ্রবি সাংবাদিক সমিতির উপদেষ্টা প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ শিবলুর রহমান এবং আইকিউএসির সহকারী পরিচালক ও শিক্ষা প্রশাসন বিভাগের চেয়ারম্যান জিএম রাকিবুল ইসলাম।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহি এবং বিশেষ আলোচক হিসেবে নোবিপ্রবি সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক মুহাম্মদ নুরুল করিম। আলোচনায় বক্তারা ২০২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী গণমাধ্যমের ভূমিকা ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।