বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৩ জানুয়ারি) রাত ১০টায় ব্রাকসুর ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মাসুদ রানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় দেশের সব পেশাজীবী সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, বণিক সমিতি, সমবায় সমিতি এবং ট্রেড ইউনিয়নের নির্বাচন ১২ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
নির্বাচন কমিশন উল্লেখ করেছে, এই নির্দেশনা জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা, আইনগত বাধ্যবাধকতা এবং প্রশাসনিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে জারি করা হয়েছে। তাই সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে এটি মেনে চলা আবশ্যক।
ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ব্রাকসু ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন-২০২৫ সংক্রান্ত চলমান সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
নতুন তফসিল অনুযায়ী, ১৩ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ১৪ ও ১৫ জানুয়ারি মনোনয়নপত্র বিতরণ ও দাখিল, ১৮ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই, ১৯ জানুয়ারি মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২০ জানুয়ারি প্রাথমিক তালিকা সম্পর্কে প্রার্থীদের আপত্তি গ্রহণ/নিষ্পত্তি, ২১ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২২ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। ২৫ ফেব্রুয়ারি ভোট গ্রহণ। এ দিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গণনা করে ফল ঘোষণা করা হবে।