ক্যাম্পাস

হাবিপ্রবিতে পুনরায় চালু সান্ধ্যকালীন এমবিএ কোর্স

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) চার বছর পর পুনরায় চালু হলো সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস স্টাডিজ (ইএমবিএ) কোর্সের ভর্তি পরীক্ষা।

শুক্রবার (১৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের বিজনেস স্টাডিজ অনুষদে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৯৩ জন আবেদনকারীর মধ্যে ৮৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মামুনার রশিদ, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। এ সময় সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, “দীর্ঘদিন পর হাবিপ্রবিতে আবারো ইভিনিং এমবিএ কোর্স চালু হচ্ছে। আশা করি, পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় হাবিপ্রবি উন্নত ও গুণগত মানের শিক্ষা প্রদান করবে। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের দক্ষ শিক্ষকরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন এবং দেশকে দক্ষ জনশক্তি উপহার দেবেন।”