ক্যাম্পাস

ল্যাব রিপোর্ট স্বাক্ষর-সংক্রান্ত নির্দেশনার প্রতিবাদে চবিতে মানববন্ধন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত প্যাথলজিক্যাল ল্যাব রিপোর্ট স্বাক্ষর-সংক্রান্ত নির্দেশনার প্রতিবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) মানববন্ধন করেছে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

রবিবার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে যোগ দেয় বিভাগটির অ্যালামনাই অ্যাসোসিয়েশন।

সমাবেশে বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের প্রফেসর ড. মোশারফ হোসেন বলেন, “স্বাস্থ্য অধিদপ্তরের ৫ জানুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনের পাঁচ নম্বর ধারায় বলা হয়েছে শুধুমাত্র বিএমডিসির রেজিস্টার করা চিকিৎসকরা বায়োলজি ও প্যাথলজি রিপোর্টের স্বাক্ষর করতে পারবেন। কিন্তু আমাদের যে অধ্যাদেশ গুলো আছে সেগুলোতে বলা হয়েছে, বায়োলজিস্ট ও মাইক্রোবায়োলজিস্টরা রিপোর্টে স্বাক্ষর করতে পারবেন।”

তিনি বলেন, “৫ জানুয়ারি, ২০২৬ যে প্রজ্ঞাপনটি জারি করা হয়, সেখানে বলা হয় শুধুমাত্র বিএমডিসির রেজিস্টার করা চিকিৎসকরা স্বাক্ষর করতে পারবে। আমরা প্রজ্ঞাপনের এই ৫নং ধারা বাতিল চাই পাশাপাশি বায়োলজিস্টরা।

বায়োলজিস্টদের ও মাইক্রোবায়োলজিস্টরা মাইক্রোবায়োলজিস্টদের যেন স্বাক্ষর করতে পারে এবং পূর্বের প্রজ্ঞাপন বহাল রাখার দাবি জানাচ্ছি।”

বিভাগটির মাস্টার্সের শিক্ষার্থী মো. সাজেদুল হাছান নাসিম বলেন, “আমরা প্রাণরসায়ন ও অনুপ্রান বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী, শিক্ষক ও অ্যালামনাই সোসাইটি এই প্রজ্ঞাপনের তীব্র নিন্দা জানাচ্ছি। গত ৫০ বছর ধরে বাংলাদেশের আঞ্চলিকভাবে স্বীকৃত ক্লিনিক্যালি বায়োজিস্টরা দক্ষতার সাথে কাজ করে আসছে। কিন্তু স্বাস্থ্যঅধিদপ্তর থেকে এই অযৌক্তিক নির্দেশনা দেয়। যা বায়োজিস্টদের প্রতি বৈষম্য করার শামিল। আমরা এই নির্দেশনা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।”