ক্যাম্পাস

চবিতে তরুণ উদ্যোক্তাদের দিকনির্দেশনায় এন্টারপ্রেনারস এক্সপো

তরুণ উদ্যোক্তাদের কার্যকর দিকনির্দেশনা, মেন্টরশিপ ও সুযোগের সঙ্গে যুক্ত করতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) তিন দিনব্যাপী এন্টারপ্রেনারস এক্সপো-২০২৬ আয়োজন করা হচ্ছে। আগামী ২৫, ২৬ ও ২৭ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে চবি এন্টারপ্রেনারস অ্যান্ড স্টার্টআপ সোসাইটির (সিইউইএসএস) উদ্যোগে এ এক্সপো অনুষ্ঠিত হবে।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চবি সাংবাদিক সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইউইএসএসের সভাপতি মুশফিকুর রহমান হৃদয়।

এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক সাহিব আব্বাস বাহার চৌধুরী, সহ-সভাপতি ফাতিমা আফরোজ ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইশরাখ পারভেজ উপস্থিত ছিলেন।

এক্সপোতে ৪৫টি স্টল থাকবে, যেখানে চবির উদ্যোক্তাদের পাশাপাশি চট্টগ্রাম শহরের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজের উদ্যোক্তারাও অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

সম্মেলনে জানানো হয়, এটি কোনো প্রচলিত স্টলভিত্তিক মেলা নয়; বরং তরুণ উদ্যোক্তাদের জন্য একটি লঞ্চপ্যাড, যেখানে উদ্ভাবনী ধারণা বাস্তব ব্যবসায় রূপ নেওয়ার সুযোগ পাবে। বিনিয়োগকারীদের সঙ্গে সরাসরি নেটওয়ার্কিং, বিনিয়োগের সুযোগ, মেন্টরশিপ জোন ও শক্তিশালী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম—এ আয়োজনের বিশেষ আকর্ষণ। সভাপতি মুশফিকুর রহমান হৃদয় বলেন, “এন্টারপ্রেনারস এক্সপো ২০২৬-এর লক্ষ্য একটিই—কোনো সম্ভাবনাময় আইডিয়া যেন সঠিক দিকনির্দেশনা ও মেন্টরশিপের অভাবে হারিয়ে না যায়। সঠিক সমর্থন পেলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারাই বিশ্বমঞ্চে নেতৃত্ব দিতে সক্ষম।”

এছাড়া, এই আয়োজন তরুণ উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি দেশব্যাপী আরো বৃদ্ধি পাবে, এ আশাবাদ ব্যক্ত করে তিনি।

উল্লেখ্য, গত বছরও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এন্টারপ্রেনারস এক্সপো ১.০ আয়োজন করেছিল সিইউইএসএস।