ক্যাম্পাস

শাকসুর দাবিতে আন্দোলন, অবরুদ্ধ ভিসি-প্রো-ভিসিসহ কর্মকর্তারা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন যথাসময়ে আয়োজনের দাবিতে আন্দোলনে নেমেছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। এর অংশ হিসেবে প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে প্রায় ৫ ঘণ্টা ধরে নিজ নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ ও রেজিস্ট্রারসহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা।

সোমবার (১৯ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে শিক্ষার্থীরা ‘প্রশাসনিক ভবন-১’-এ তালা ঝুলিয়ে দেন। একই সঙ্গে ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ চালিয়ে যান তারা। পরে দুপুর সোয়া দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারীরা।

বিকেল সাড়ে ৫টা পর্যন্ত প্রশাসনিক ভবনে তালা ঝুলানো ছিল। ফলে বেলা সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেন এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদিরসহ ভবনে কর্মরত কর্মকর্তারা অবরুদ্ধ অবস্থায় ছিলেন। তবে প্রশাসনিক ভবনের অবরোধ কবে প্রত্যাহার করা হবে—এ বিষয়ে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

শাকসু নির্বাচন আয়োজনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের প্রতিবাদে সোমবার (২০ জানুয়ারি) থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। এছাড়াও, তারা দ্রুত নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।