ক্যাম্পাস

ইবিতে বিদেশে উচ্চশিক্ষা ও চাকরি প্রস্তুতি বিষয়ক কর্মশালা

বৈশ্বিক চাকরির প্রস্তুতি এবং বিদেশে উচ্চশিক্ষা নিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ হরকরা গ্যালারিতে এ কর্মশালার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে আইকিউএসির পরিচালক প্রফেসর ড. নাজিমুদ্দিনের সভাপতিত্বতে রিসোর্স পার্সন হিসেবে ছিলেন যুক্তরাজ্যে গঠিত আইইউবি অ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক ও আইন বিষয়ক সলিসিটর ব্যারিস্টার আসাদুজ্জামান। এ সময় অতিথি শাহাদাতুল মিরাজ ও মিজানুর রহমানসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় বহির্বিশ্বে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, স্কলারশিপের প্রস্তুতি ও পদ্ধতি, চাকরির ক্ষেত্রসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন অতিথিরা। পরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তারা।

বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রেস কর্নারে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ও সাংবাদিক সমিতির সাংবাদিকদের সাথে শিক্ষার্থীদের নিয়ে সার্বিক পরিকল্পনার কথা তুলে ধরেন ইবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন ইউকে।

ব্যারিস্টার আসাদুজ্জামান জানান, বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাই হিসেবে বিশ্ববিদ্যালয়ের প্রতি আমাদের দায়িত্ব-কর্তব্য রয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থীদের যদি ট্রেনিং দিয়ে যোগ্য করতে পারি তবে বিশ্ববিদ্যালয় এগিয়ে যাবে। শিক্ষার্থীদের জন্য কিছু করতে পারলেই আমরা সফল। তাই আমরা আজ শিক্ষার্থীদের নিয়ে একটি সেমিনার করেছি।

তিনি আরো বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন মিলে কাজ করলে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীরা উপকৃত হবে। আমরা অ্যালামনাই এর উদ্যোগে একটি আইইএলটিএস ট্রেইনিং করাতে চাই। শিক্ষার্থীদের মেন্টরিং করে আগামী ৫ বছরে ১ হাজার শিক্ষার্থীকে ক্যারিয়ার প্লান করে দিতে চাই। সাবজেক্ট ভিত্তিক শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট মেন্টর ঠিক করবো। আগামী ৫ মাসের মধ্যেই আমরা হয়তো এসব কাজ শুরু করতে পারবো।"