ক্যাম্পাস

টাইমস হায়ার র‌্যাংঙ্কিংয়ে বিজ্ঞান প্রযুক্তিতে শীর্ষস্থানে যবিপ্রবি

যুক্তরাজ্যভিত্তিক বিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংঙ্কিং-২০২৬ এ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশে শীর্ষ স্থানে জায়গা করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)।

এছাড়াও টিএইচই এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংঙ্কিং এ ফিজিক্যাল সায়েন্স ও লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশে যৌথভাবে প্রথম এবং ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে দেশে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যবিপ্রবি।

বুধবার (২১ জানুয়ারি) টিএইচই এর ওয়েবসাইটে প্রকাশিত র‌্যাঙ্কিং তালিকা থেকে এ তথ্য জানা যায়।

টিএইচই ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৬ এ ১০০১-১২০০ তম স্থানের মধ্যে রয়েছে যবিপ্রবি; যা দেশের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালগুলো মধ্যে প্রথম এবং সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ষষ্ঠ অবস্থানে। ১১৫টি দেশ ও অঞ্চল থেকে মোট ২,১৯১টি প্রতিষ্ঠান নিয়ে এ র‍্যাংঙ্কিং তালিকা প্রকাশ করেছে সংস্থাটি।

একই সাথে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‌্যাংঙ্কিং-২০২৬ এ মোট ১১টি ক্যাটাগরিতে প্রকাশিত র‌্যাংঙ্কিংয়ের মধ্য থেকে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে ৬০১-৮০০ তম অবস্থানে রয়েছে যবিপ্রবি। এর মধ্যে লাইফ সাইন্স ও ইঞ্জিনিয়ারিং ক্যাটাগরিতে বিজ্ঞান প্রযুক্তিতে দেশের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে যবিপ্রবি।

প্রসঙ্গত, ফিজিক্যাল সায়েন্স র‍্যাংঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোকে মূল্যায়ন করা হয়েছে পদার্থবিজ্ঞান, রসায়ন, গণিত, পরিসংখ্যান, জ্যোতির্বিজ্ঞান, ভূতত্ত্ব এবং পরিবেশগত, পৃথিবী ও সামুদ্রিক বিজ্ঞান বিষয়ের উপর ভিত্তি করে।

লাইফ সায়েন্স র‍্যাংঙ্কিংয়ে মূল্যায়ন করা হয়েছে ভেটেরিনারি বিজ্ঞান, জীববিজ্ঞান (জীববিজ্ঞান ও জৈবরসায়নসহ), কৃষি ও বনবিদ্যা এবং ক্রীড়া বিজ্ঞানসহ এ চারটি বিষয়ের উপর এবং ইঞ্জিনিয়ারিং র‍্যাংঙ্কিংয়ে মূল্যায়ন করা হয়েছে সাধারণ প্রকৌশল, বৈদ্যুতিক ও ইলেকট্রনিক প্রকৌশল, যান্ত্রিক ও অ্যারোস্পেস প্রকৌশল, সিভিল প্রকৌশল এবং কেমিক্যাল প্রকৌশল এ পাঁচটি মূল বিষয়ের উপর ভিত্তি করে।