ক্যাম্পাস

হাবিপ্রবিতে প্লান্ট প্যাথলজি বিভাগে ওরিয়েন্টেশন

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) প্লান্ট প্যাথলজি বিভাগে সদ্য ভর্তি হওয়া মাস্টার্স শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন এবং মাস্টার্স সম্পন্ন হওয়া শিক্ষার্থীদের ডিফেন্স অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের প্লান্ট প্যাথলজি বিভাগের ল্যাব কক্ষে উক্ত ওরিয়েন্টেশন ও ডিফেন্স হয়েছে।

সেখানে উপস্থিত ছিলেন প্লান্ট প্যাথলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড.  মো. মহিদুল হাসান।

আরো উপস্থিত ছিলেন ওই বিভাগের প্রফেসর ড. এ.টি.এম শফিকুল ইসলাম, প্রফেসর ড. এস. এম এমদাদুল হাসানসহ অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীরা।