ক্যাম্পাস

জাবিতে চলছে সাত দিনব্যাপী ‘দৃশ্যকল্প’ প্রদর্শনী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে সাত দিনব্যাপী দলগত শিল্পকর্ম প্রদর্শনী ‘দৃশ্যকল্প’।

সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের পুরান কলা ভবনে এই প্রদর্শনীর উদ্বোধন করেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মোজাম্মেল হক।

চারুকলা বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থীদের আয়োজনে প্রদর্শনীটি প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে আগামী ২ ফেব্রুয়ারি পর্যন্ত। এতে অংশ নিয়েছেন চারুকলা বিভাগের ৫৩তম আবর্তনের ১৩ জন নবীন শিল্পী। প্রদর্শনীতে মোট ২০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে।

আয়োজকদের মতে, ‘দৃশ্যকল্প’ এমন এক কল্পনাভিত্তিক শিল্পভাবনা, যেখানে শিল্পীর মনস্তাত্ত্বিক চিন্তার পাশাপাশি দর্শকের নিজস্ব উপলব্ধি ও কল্পনা শিল্পকর্মের অর্থ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিল্পকর্মগুলো দর্শকের ভাবনার জগৎকে শিল্পীর সৃষ্টির সঙ্গে যুক্ত করে একটি বহুমাত্রিক অভিজ্ঞতা তৈরি করে।

প্রদর্শনীতে সমসাময়িক বাংলাদেশের রাজনৈতিক অস্থিতিশীলতা ও সেই বাস্তবতার মুখোমুখি হওয়া নবীন শিল্পীদের মানসিক অবস্থান ও মনস্তাত্ত্বিক প্রতিফলন ফুটে উঠেছে। শিল্পীরা তাদের অভিজ্ঞতা, অনিশ্চয়তা ও সময়ের টানাপোড়েনকে বিভিন্ন মাধ্যম ও রূপের মাধ্যমে উপস্থাপন করেছেন।

প্রদর্শনীর আহ্বায়ক প্রিয়ম জ্যোতি সাহা বলেন, “দৃশ্যকল্প মূলত মনের আয়নার মতো। একজন শিল্পী যখন একটি কাজ করেন, তখন তার নিজের একটি ব্যাখ্যা থাকে। কিন্তু দর্শক যখন সেই কাজটি দেখেন, তখন নিজের মানসিক অভিজ্ঞতা ও চিন্তার আলোকে নতুন অর্থ আবিষ্কার করেন। সে অর্থে দর্শকও শিল্পের সহ-স্রষ্টা হয়ে ওঠেন।”

তিনি আরো বলেন, “জুলাই পরবর্তী সময়ের সামাজিক ও রাজনৈতিক অস্থিরতা থেকেই এই প্রদর্শনীর ভাবনার জন্ম।” আয়োজকরা জানান, এই প্রদর্শনীর মাধ্যমে শিল্প ও সময়ের বাস্তবতার মধ্যে একটি সংলাপ তৈরির চেষ্টা করা হয়েছে, যা দর্শকদের ভিন্নভাবে সমসাময়িক সমাজকে দেখার সুযোগ করে দেবে।