চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭

‘এমএসের উপর অনেক চাপ পড়ে যেত’

ইয়াসিন হাসান : চ্যাম্পিয়নস ট্রফি কিংবা মিনি বিশ্বকাপ। যে যেই নামেই ডাকুন না কেন, আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের এই টুর্নামেন্ট মানেই ভিন্ন উত্তেজনা, ভিন্ন আবহ। ১ জুন থেকে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিকে ঘিরে রয়েছে ভিন্ন উন্মাদনা। রয়েছে অতীত স্মৃতি। আগের সাত আসরে বিভিন্ন সময়ে একাধিক ক্রিকেটার চ্যাম্পিয়নস ট্রফির শুরুর আগে কিংবা পরে নিজেদের বক্তব্যে চ্যাম্পিয়নস ট্রফিকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। কখনো তাদের বক্তব্য ভালোবাসা বাড়িয়েছে, কখনো বিতর্কের সৃষ্টি করেছে। এবারের আসরের শুরুতে স্মরণীয় কিছু মুহূর্ত রাইজিংবিডি ডটকমের পাঠকদের ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে- বিরাট কোহলি ২০১৩ চ্যাম্পিয়নস ট্রফিতে মাহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে খেলেছিলেন বিরাট কোহলি। চারবছরে অধিনায়ক পদে রদবদল হয়েছে। চ্যাম্পিয়ন ধোনির জায়গা এসেছেন কোহলি। চ্যাম্পিয়নস ট্রফিতে অংশ নিতে ভারত ইংল্যান্ড পৌঁছেছে গতকাল। বিকেলে সংবাদ সম্মেলনে টিম ইন্ডিয়ার অধিনায়ক চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রাক্তন অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনিকে নিয়ে এক প্রশ্নের জবাবে কোহলি বলেন,‘শেষ দিকে ভালো করতে হলে লোয়ার মিডল অর্ডার শক্তিশালী হতে হয়। পূর্বে এ কাজটা এমএস একাই করত। তার উপর অনেক চাপ পড়ে যেত। সে কখনোই নিজের চাপ প্রকাশ করত না। কিন্তু এখন আমরা ব্যালেন্স। এমএস ওর মনের মতো করে খেলতে পারবে।’ বিরাট কোহলি চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই কিছুটা উত্তাপ ছড়িয়ে দিলেন। ভারতীয় মিডিয়া সংবাদ প্রকাশ করেছে, ‘লোয়ার অর্ডারে চাপ অনুভব করতেন ধোনি’। ধোনি সব সময়ই নিজেকে গুটিয়ে রাখতেন। চাপে থাকলেও প্রকাশ করতেন না। মাঠের খেলায় কখনোই ধোনি উদ্বিগ্ন কিংবা উৎকন্ঠায় থাকতেন না। পরিস্থিতিগুলোতে সামলে নিতে খুব সহজেই। দল হারলেও ইতিবাচক দিকগুলোকে সামনে নিয়ে আসতেন। কিন্তু বিরাট কোহলি কাছ থেকে বুঝতে পারতেন সেই চাপ! আজকের বক্তব্যে এমনটাই মনে হল। ধোনির কাছ ঘেঁষে বড় হওয়া বিরাটের লক্ষ্য ব্যাক টু ব্যাক শিরোপা জেতা। এমন লক্ষ্য নিয়ে ইংল্যান্ডে গিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। রাইজিংবিডি/ঢাকা/২৬ মে ২০১৭/ইয়াসিন