চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭

ইনজুরিতে চ্যাম্পিয়নস ট্রফি শেষ ওকসের

ক্রীড়া ডেস্ক : চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে দক্ষিন আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ দুটি ম্যাচেও ইনজুরির কারণে খেলতে পারেননি ক্রিস ওকস। তবে সব শঙ্কা কাটিয়ে বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। কিন্তু মাংসপেশীতে টান লাগায় মাত্র দুই ওভার বোলিং করেই মাঠ ছাড়াতে হয়েছে তাকে। সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ায় বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার ম্যাচের বাকি সময়ে আর মাঠেই নামতে পারেননি ওকস। স্ক্যানিং শেষে দেখা যায় চোট গুরুতর হওয়ায় চ্যাম্পিয়নস ট্রফির বাকি ম্যাচগুলোতে ইংল্যান্ডের হয়ে আর খেলতে পারবেন না তিনি। ওকসের বিকল্প হিসেবে চ্যাম্পিয়নস ট্রফিতে বিকল্প খেলোয়াড়ের নাম এখনো প্রকাশ করেনি ইংল্যান্ড। তার ইনজুরি নিয়ে ইংল্যান্ড অধিনায়ক মরগান বলেন, ‘সে (ওকস) খেলার জন্য অধৈর্য্য্ হয়ে উঠেছিল। আমরা সুযোগ দিলে সে হয়তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচটিতেই মাঠে নামতে চাইতো। কিন্তু আমরা তা দেইনি।’ ওকসের ইনজুরি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। তবে সাইড স্ট্রেইন ইনজুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। ফলে কার্যত এবারের চ্যাম্পিয়নস ট্রফি শেষ ওকসের জন্য। এদিকে হাটুর চোটের কারণে বেন স্টোকসের পুরো স্পেলের বোলিং করা নিয়েও ভয় রয়েছে। তাই ফর্মহীনতায় ভুগলেও লেগ স্পিনার আদিল রশিদের প্রতি মনযোগী হতে পারে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। রাইজিংবিডি/ঢাকা/২ জুন ২০১৭/শামীম