চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭

টস হেরে ব্যাটিংয়ে ভারত

ক্রীড়া ডেস্ক : দুই দলের সমর্থকদের কাছে এটি একটা ‘যুদ্ধ’। দুই দলের খেলোয়াড়দের কাছে যদিও স্রেফ একটা ম্যাচ। যুদ্ধ কিংবা ম্যাচ, যেটাই বলুন না কেন; আজ সেই মহারণ। চ্যাম্পিয়নস ট্রফিতে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এজবাস্টনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ আহমেদ। ম্যাচ শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। আইসিসি টুর্নামেন্টে একমাত্র এই চ্যাম্পিয়নস ট্রফিতেই ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান। সর্বশেষটিও সেই ২০০৯ সালে সেঞ্চুরিয়নে। এরপর আইসিসি টুর্নামেন্টে দুই দলের ছয়বারের দেখায় সবগুলোতেই হেরেছে পাকিস্তান। আজ বৃত্ত ভাঙতে পারবে সরফরাজের দল? ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, শিখর ধাওয়ান, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব ও জাসপ্রীত বুমরাহ। পাকিস্তান দল: সরফরাজ আহমেদ (অধিনায়ক), আজহার আলী, আমহেদ শেহজাদ, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, ওয়াহাব রিয়াজ ও হাসান আলী।

 

রাইজিংবিডি/ঢাকা/৪ জুন ২০১৭/পরাগ