চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭

মরগানকে অজুহাত না দিতে বললেন ওয়াকার

ক্রীড়া ডেস্ক : শক্তিশালী ব্যাটিং লাইনআপ নিয়েও পাকিস্তানের বিপক্ষে শুরুতে ব্যাট করে মাত্র ২১১ রানেই অলআউট ইংল্যান্ড। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ৮ উইকেটে হারের পর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কার্ডিফের পিচ নিয়ে অভিযোগ তুলেন স্বাগতিক দলের অধিনায়ক উইয়ন মরগান। গতকাল ম্যাচ শেষে মরগান বলেছিলেন, ‘আমরা জানতাম এই টুর্নামেন্টের ব্যাবহৃত কোন উইকেটে খেলতে যাচ্ছি। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দেখেও আমাদের মনে হয়নি যে এটা এতটা খারাপ ছিল। কিন্তু আজ ভিন্ন চিত্র ছিল। বলের পেস এবং বাউন্সে সত্যিই বড় একটা তফাৎ ছিল। আমাদের পক্ষে মানিয়ে নেওয়াটা সমস্যা হয়েছিল। তবে মরগানের এমন অজুহাত মেনে নিতে রাজি নন পাকিস্তানের কিংবদন্তী পেসার ওয়াকার ইউনুস। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান পরিস্কারভাবেই জয় পেয়েছেন বলে জানান তিনি। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় ওয়াকার জানান, ‘উইকেট নিয়ে উইয়ন মরগানের এমন অগ্রহণযোগ্য বক্তব্য দেওয়া ঠিক নয়। পাকিস্তানের বিপক্ষে ওরা ন্যায্যভাবেই হেরেছে’ রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/শামীম/টিপু