চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭

ভিলিয়ার্সের রেকর্ড ভাঙলেন কোহলি

ক্রীড়া ডেস্ক : ওয়ানডেতে দ্রুততম ৮ হাজার রানের নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি। ১৭৫তম ইনিংসে ৮ হাজার রান পূর্ণ করলেন ভারতের অধিনায়ক। রেকর্ড গড়তে বিরাট পিছনে ফেলেছেন দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্সকে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ৮০০০ রান পূর্ণ করেছিলেন ১৮২ ইনিংসে। সাত ইনিংস আগেই কোহলি ৮ হাজার পূর্ণ করে নতুন রেকর্ড গড়লেন। সপ্তম ভারতীয় ক্রিকেটার হিসেবে ৮ হাজার রান করেছেন বিরাট। রেকর্ড গড়তে আজ ৮৮ রান করতে হতো বিরাট কোহলিকে। ৭৯১২ রান নিয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন বিশ্বের অন্যতম সেরা এ ব্যাটসম্যান। ব্যাট হাতে দ্যূতি ছড়িয়ে নতুন রেকর্ড গড়তে সময় নেননি বিরাট। সাব্বির রহমানের বল লং অনে পাঠিয়ে এক রান নিয়ে ৮ হাজার রান পূর্ণ করেন ডানহাতি এ ব্যাটসম্যান। ৯৬ রানের ইনিংস খেলে বিরাট ভারতকে ফাইনালে উঠিয়েছেন।  ১৮৩ ওয়ানডেতে বিরাট কোহলির রান ৮০০৮। ২৭ সেঞ্চুরি ও ৪২টি হাফ-সেঞ্চুরি হাঁকিয়েছেন বিরাট।    রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৭/ইয়াসিন