চ্যাম্পিয়নস ট্রফি-২০১৭

গোল্ডেন বল জিতলেন টুর্নামেন্ট সেরা হাসান আলী

ক্রীড়া ডেস্ক: সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি উইকেট নিয়ে পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হাসান আলী। ফাইনালেও এই ধারাবাহিকতা ধরে রাখলেন প্রতিভাবান এ বোলার। ভারতকে মাত্র ১৫৮ রানে বেঁধে ফেলতে ফাইনালের মঞ্চেও পেলেন আরও ৩ উইকেট। আর সব মিলিয়ে মোট ১৩ উইকেট পাওয়ায় টুর্নামেন্ট সেরা নির্বাচিত হলেন হাসান আলী। বল হাতে পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেটের জন্য গোল্ডেন বলের পুরস্কার জেতেন হাসান আলী। ১৪.৬৯ গড়ে ৪.২৯ ইকোনমি রেটে এ পুরস্কার পান তিনি। মিডলঅর্ডারে বল হাতে কার্যকরী পারফরম্যান্স এবার পাকিস্তানকে শিরোপা জিততে সহায়তা করেছে ২৩ বছর বয়সি এ তারকা। তার বুদ্ধিদীপ্ত অফ-কাটার এবং ইন সুয়িং বলগুলো ব্যাটসম্যানদের বেশ বেকায়দায় ফেলে। ফাইনালে মাত্র সাড়ে ছয় ওভার হাত ঘুরিয়ে ১৯ ওভারের খরচায় ৩টি উইকেট নেন তিনি। গত আটটি চ্যাম্পিয়নস ট্রফির আসরে ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন যারা।

১৯৯৮- জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

২০০০- পুরস্কার দেওয়া হয়নি

২০০২- পুরস্কার দেওয়া হয়নি

২০০৪- রামনারেশ সারওয়ান (ওয়েস্ট ইন্ডিজ)

২০০৬- ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ)

২০০৯- রিকি পন্টিং (অস্ট্রেলিয়া)

২০১৩- শিখর ধাওয়ান (ভারত)

২০১৭- হাসান আলী (পাকিস্তান)।

   

রাইজিংবিডি/ঢাকা/১৯ জুন ২০১৭/শামীম/টিপু