বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

অনুশীলনে চোট পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক : অনুশীলনের সময় বাম হাতের তর্জনি আঙ্গুলে চোট পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ান মরগান। তার আঙ্গুলের এক্স-রে করানো হবে। এমনটাই জানিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়ার বিপক্ষে শনিবারের প্রস্তুতি ম্যাচকে সামনে রেখে আজ শুক্রবার সতীর্থদের সঙ্গে অনুশীলন করছিলেন মরগান। অনুশীলনে ক্যাচ নেওয়ার সময় তিনি তর্জনি আঙ্গুলে চোট পান। এ বিষয়ে এক বার্তায় ইসিবি জানিয়েছে, ‘ইয়ান মরগান সকালে অনুশীলনের সময় তার বাম হাতের তর্জনি আঙ্গুলে চোট পেয়েছে। অনুশীলন শেষে তিনি হাসপাতালে যাচ্ছেন। সতর্কতা হিসেবে তার আঙ্গুলের এক্স-রে করানো হবে।’ পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড ৫ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-০ ব্যবধানে জিতে নিয়েছে। মরগান প্রথম তিন ম্যাচে ইংল্যান্ডকে নেতৃত্ব দিলেও চতুর্থ ম্যাচটি নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি। পঞ্চম ওয়ানডেতে আবার খেলেন তিনি। ২০১৫ বিশ্বকাপের আগে তাকে ইংল্যান্ডের অধিনায়ক করা হয়। গেল চার বছর ধরে তিনি থ্রি লায়ন্সের নেতৃত্বে রয়েছেন।

 

 

রাইজিংবিডি/ঢাকা/২৪ মে ২০১৯/আমিনুল