বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

দলের জন্য সব কিছু করতে প্রস্তুত সাকিব

ক্রীড়া ডেস্ক: মর্যাদার বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ওয়ানডেতে নিজের হারানো গৌরব ফিরে পেয়েছেন সাকিব আল হাসান। ত্রিদেশীয় সিরিজে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্সে ওয়ানডেতে শীর্ষ অলরাউন্ডারের সিংহাসন নিজের করে নিয়েছেন তিনি। স্বপ্নের টুর্নামেন্ট শুরুর আগে আত্মবিশ্বাসে টগবগে সাকিব। তাই বিশ্বকাপে দেশের জার্সিতে সাধ্যের সবটুকু দেওয়ার কথা জানিয়েছেন ৩২ বছর বয়সি এ তারকা। আগামী রোববার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এর আগে দুটি প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালাই করে নেওয়ার কথা থাকলেও আজ বৃষ্টির কারণে পাকিস্তানের বিপক্ষে মাঠেই নামা হয়নি টাইগারদের। প্রস্তুতি যাই হোক দলের অভিজ্ঞ ও তরুণদের নিয়ে দুর্দান্ত একটি শুরুর স্বপ্ন দেখছেন সাকিব। ‘অভিজ্ঞ ও তরুণদের সংমিশ্রনে আমাদের বেশ ভালো একটি দল রয়েছে। আমাদের মধ্যে পাঁচজন রয়েছেন যারা দুইশর অধিক ওডিআই খেলেছেন। এটা আমাদের দলের অন্যতম শক্তির এক জায়গা। দলে তরুণরাও দুর্দান্ত, তারা ৬০ থেকে ৭০টি ওয়ানডে খেলেছেন। খুব চাপ থাকা একটি টুর্নামেন্টে এটা আমাদের বেশ সাহায্য করবে।পরিস্থিতি মোকাবিলা করার জন্য আপনার অভিজ্ঞতা থাকতে হবে। আমাদের উচিত হবে এ সুবিধাটা আদায় করে নেওয়া।’ ওয়ানডেতে আর মাত্র একটি হলেই ২৫০ উইকেট ও ৫ হাজার রান করা অলরাউন্ডারদের এলিট ক্লাবে প্রবেশ করবেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ম্যাচেই সে রেকর্ড গড়ে কিংবদন্তি জ্যাক ক্যালিস, সনাৎ জয়াসুরিয়া ও শহীদ আফ্রিদিদের পাশে বসবেন সাকিব। নিজের মাইলফলক নিয়ে আশাবাদী থাকলেও দলের সাফল্যের জন্য সব কিছু দিতে প্রস্তুত বিশ্বসেরা এ অলরাউন্ডার। ‘আমি খেলার জন্য গুরুত্বপূর্ন একটি ভূমিকা পেয়েছি। শুধু ব্যাটিং কিংবা বোলিংয়েই নয়, দলকে নেতৃত্ব দেওয়ার জন্যও। দলকে সাহায্য করার জন্য আমি সবকিছু করতে প্রস্তুত।’ বিশ্বকাপ শুরুর ঠিক আগেই প্রথম ত্রিদেশীয় ওয়ানডের শিরোপা জিতে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ শিবির। তাই প্রস্ততি ম্যাচে যাই হোক; মূলপর্বে খেলার জন্য নিজেদের প্রস্তুতি ও আত্মবিশ্বাসের ঘাটতি নেই বলে জানিয়েছেন দেশসেরা এ অলরাউন্ডার। ‘আমাদের বেশ ভালো প্রস্তুতি রয়েছে। আত্মবিশ্বাসও বেশ উঁচুতে। তবে বিশ্বকাপ ভিন্ন এক টুর্নামেন্টের খেলা। সবকটি দলই ভালো অবস্থানে রয়েছে এবং যে কেউ অন্যদের হারাতে পারে। আমরা জানি যে কোনো দলকে ৩০০ রানের মধ্যে বেঁধে রাখাটা কঠিন হবে। তবে আমাদের বিপক্ষে এর চেয়ে বেশি কিছু করাকে আমি কিছু মনে করি না। আমরাও তিনশ করতে পারি। নিজেদের যে কোনো পুঁজি নিয়ে লড়াই করার মতো বোলিং আক্রমণ আমদের রয়েছে।’ রাইজিংবিডি/ঢাকা/ ২৬ মে ২০১৯/শামীম