বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

বিশ্বকাপের শুরুতে খেলতে প্রস্তুত উড

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ শুরুর আগেই দলের বেশ কিছু ক্রিকেটারদের চোট নিয়ে ভয়ে ছিল ইংল্যান্ড। দলীয় অধিনায়ক উইয়ন মরগানের সঙ্গে অ্যাঙ্কেলের চোটে পড়েছিলেন পেসার মার্ক উড। তবে মর্যাদার টুর্নামেন্ট শুরুর আগেই তাদের নিয়ে দুশ্চিন্তা দুর হয়েছে ইংল্যান্ডের। চোট কাটিয়ে তারা এখন খেলার জন্য প্রস্তুত। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেই খেলতে পারবেন উড। আফগানিস্তানের বিপক্ষে আজ ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের আগে বল হাতে অনুশীলন করেছেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোটে পড়েছিলেন উড। এছাড়া ওই ম্যাচে চোটের কারণে বোলিং করেননি বিশ্বকাপের চূড়ান্ত দলে ডাক পাওয়া জোফরা আর্চারও। ইংল্যান্ড অধিনায়ক মরগানও বোলিং মেশিনে ব্যাটিং অনুশীলনের সময় আঙুলের চোটে পেয়েছিলেন। চোট কাটিয়ে তিনজন সুস্থ হলেও আজ আফগানিস্তানের বিপক্ষে খেলছেন কেবল মরগান ও আর্চার। অস্ট্রেলিয়ার বিপক্ষে চোটে পড়ার পর স্ক্যান করানো হয়েছিল উডের। তবে তার বড় কোন চোট ধরা পড়েনি। কোচের সঙ্গে অনুশীলনে যোগ দেন তিনি। লিয়াম প্লাঙ্কেটকে আফগানিস্তানের বিপক্ষে আজ বিশ্রামে রাখা হয়েছি। অন্যদিকে আঙুলে চোট পাওয়া লিয়ম দওসনকে সেরে ওঠার জন্য আরও সময় দেওয়া হচ্ছে। রাইজিংবিডি/ঢাকা/২৭ মে ২০১৯/শামীম