বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

চার ফিফটির পরও ইংল্যান্ডের ৩১১

ক্রীড়া ডেস্ক : প্রথম পাঁচ ব্যাটসম্যানের চারজনই করলেন ফিফটি। শতরানের জুটি হলো দুটি। তারপরও ইংল্যান্ডের সংগ্রহটা খুব বেশি বড় হলো না। শেষ দিকে দারুণ বোলিংয়ে লক্ষ্যটা নাগালেই রাখলেন দক্ষিণ আফ্রিকার বোলাররা। দ্বাদশ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৩১১ রান করেছে ইংল্যান্ড। জেসন রয়, জো রুট, এউইন মরগান, বেন স্টোকসের কেউই ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি। সর্বোচ্চ ৮৯ রান এসেছে স্টোকসের ব্যাট থেকে। লন্ডনের বিখ্যাত ওভালে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু প্লেসি টস জিতে ফিল্ডিং নিয়ে নতুন বল তুলে দিয়েছিলেন লেগ স্পিনার ইমরান তাহিরের হাতে। । কোনো বিশ্বকাপের প্রথম বল করা প্রথম স্পিনার যে তিনিই! ৪০ বছর বয়সি স্পিনার দ্বিতীয় বলে উইকেট নিয়ে অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতাও প্রমাণ করেন। অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা মেরে উইকেটকিপারকে ক্যাচ দেন জনি বেয়ারস্টো। প্রথম ওপেনার হিসেবে কোনো বিশ্বকাপের প্রথম ইনিংসে গোল্ডেন ডাক মারেন ডানহাতি ব্যাটসম্যান। ইংলিশরা শুরুর ধাক্কা সামলে ওঠে রয় ও রুটের ব্যাটে। দারুণ ব্যাটিংয়ে দ্বিতীয় উইকেটে এই দুজন গড়েন ১০৬ রানের জুটি। ফিফটিও তুলে নেন দুজনই। এরপরই জোড়া ধাক্কা। পরপর দুই ওভারে ফেরেন দুই সেট ব্যাটসম্যানই। আন্দিলে ফিকোয়াওয়ের শর্ট বলে ফেরার আগে ৫৩ বলে ৮ চারে ৫৪ রান করেন রয়। কাগিসো রাবাদার বলে পয়েন্টে সহজ ক্যাচ দেওয়া রুট ৫৯ বলে ৫ চারে করেন ৫১ রান। চতুর্থ উইকেটে ১০৬ রানের আরেকটি জুটি পায় ইংল্যান্ড। ব্যাটসম্যান এবার অধিনায়ক মরগান ও স্টোকস। দ্বিতীয় স্পেলে বোলিংয়ে ফিরেই মরগানকে ফিরিয়ে জুটি ভাঙেন তাহির। এইডেন মার্করামের দারুণ ক্যাচ হওয়ার আগে ৬০ বলে ৪ চার ও ৩ ছক্কায় মরগান করেন ৫৭ রান। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে ইংল্যান্ড। জস বাটলার, মঈন আলী, ক্রিস ওকস টেকেননি বেশিক্ষণ। অন্যপ্রান্তে রানের চাকা সচল রেখে সেঞ্চুরির পথে ছিলেন স্টোকস। তবে শেষ ওভারের আগের ওভারে লুঙ্গি এনগিডিকে রিভার্স সুইপ করতে গিয়ে সেঞ্চুরি থেকে ১১ রান দূরে থামেন বাঁহাতি ব্যাটসম্যান। ৭৯ বলে ৯ চারে ৮৯ রানের ইনিংসটি সাজান স্টোকস। দক্ষিণ আফ্রিকার প্রথম তিন বোলারই ১০ ওভারে ওভারপ্রতি ৬-এর বেশি রান দিয়েছেন। তবে গুরুত্বপূর্ণ উইকেটও নিয়েছেন। তাহির ৬১ রানে ২টি, এনগিডি ৬৬ রানে ৩টি ও রাবাদা ৬৬ রানে নিয়েছেন ২টি উইকেট। রাইজিংবিডি/ঢাকা/৩০ মে ২০১৯/পরাগ