বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ মাশরাফির

ক্রীড়া প্রতিবেদক : শুরুটা হয়েছে স্বপ্নের মতো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে বাংলাদেশ। তবে জয়ের আনন্দে ভেসে যাচ্ছেন না মাশরাফি বিন মুর্তজা। সামনের ম্যাচগুলোতে এই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান বাংলাদেশ অধিনায়ক। এবারের বিশ্বকাপটা হচ্ছে ১৯৯২ আসরের আদলে। যেখানে প্রথম পর্বে ১০ দলের সবাই খেলবে একে অন্যের বিপক্ষে। এরপর পয়েন্ট টেবিলের সেরা চার দল খেলবে সেমিফাইনাল। শেষ চারে খেলতে হলে প্রথম পর্বে জিততে হবে অন্তত পাঁচটি ম্যাচ। ওভালে রোববার ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩৩০ রান করে দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছে বাংলাদেশ। সামনের ম্যাচগুলোতে এই পারফরম্যান্স ধরে রাখার চ্যালেঞ্জ দেখছেন মাশরাফি। ‘আমরা যদি ভালো করতে চাই তাহলে বড় দলকে হারাতেই হবে। এ টুর্নামেন্টে আমাদের থেকে যারা বড় দল আছে তারা সত্যিই আমাদের থেকে বড়। আবার যাদের বিপক্ষে আমাদেরকে বড় করা হচ্ছে তারা আমাদের সমানই। আমার কাছে মনে হয় আমাদের এসব ম্যাচ জিততে হবে যদি আমরা ভালো করতে চাই।’ ‘এক ম্যাচ জিতে আমরা টেবিলের কোথাও নেই। দুই পয়েন্ট আমাদের কোনো সাহায্য করবে না। নিশ্চিত করতে হবে ধারাবাকিহকভাবে আমরা যেন এই পারফরম্যান্সটা ধরে রাখতে পারি।’ টুর্নামেন্টে ভালো করতে হলে শুধু ভালো খেললেই হবে না বলে মনে করেন মাশরাফি। এ জন্য দরকার আছে ভাগ্যের ছোঁয়াও, ‘আমি একটু ভাগ্যে বিশ্বাসী। পরিকল্পনা আসলে সকলেই করে। পরিকল্পনা করলেই যে কাজে আসবে তা না। এজন্য ভাগ্য লাগে। খুব সেরা রেজাল্ট করতে হলে আমাদেরকে ভাগ্য পরীক্ষায় পাস করতেই হবে অন টাইমে।’ ‘পুরো ম্যাচে যে কয়েকটা বল টার্ন করেছে তার থেকে বেশি টার্ন করেছে ফাফ ডু প্লেসির উইকেট ডেলিভারিতে। এই উইকেটে এতটা টার্ন করবে তা কেউই প্রত্যাশা করছে না। এজন্য ভাগ্য লাগে।এ ধরনের টুর্নামেন্টে ভালো করার জন্য ভালো খেললেই হবে না, ভাগ্যকে পাশে লাগবে।’ আগামী বুধবার একই মাঠে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে মাশরাফির দল। রাইজিংবিডি/ঢাকা/৩ জুন ২০১৯/পরাগ