বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

ওয়েস্ট ইন্ডিজের ব্রাফেটকে আইসিসির তিরস্কার

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেলেন কার্লোস ব্রাফেট। ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে তিরস্কার করেছে আইসিসি। পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টও জমা হয়েছে তার নামের পাশে। ঘটনাটা শুক্রবার সাউদাম্পটনে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৪৪তম ওভারে। ইংলিশ পেসার জোফরা আর্চারের বলে ব্রাফেটকে কট বিহাইন্ডের আউট দেন আম্পায়ার। মাঠ ছাড়ার সময় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ব্রাফেট। শনিবার আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাফেটকে শাস্তির কথা জানায়। খেলা শেষে ম্যাচ রেফারি ডেভিড বুনের কাছে নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেন ব্রাফেট। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি। দুই বছর সময়ের মধ্যে কোনো খেলোয়াড় চার ডিমেরিট পয়েন্ট পেলে তিনি একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে অথবা দুটি টি-টোয়েন্টি নিষিদ্ধ হবেন, যেটা আগে আসবে। ওই ম্যাচে ২১২ রানেই অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। জো রুটের সেঞ্চুরিতে ইংল্যান্ড জয় পায় ৮ উইকেটের বড় ব্যবধানে। রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৯/পরাগ