বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

পাকিস্তানকে নিয়ে কোহলিদের সতর্ক করলেন সৌরভ

ক্রীড়া ডেস্ক : ম্যানচেস্টারে রোববার বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তার আগে প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বিরাট কোহলিদের সতর্ক করে দিয়ে বলছেন, তারা যেন নিজেদের ফেবারিট মনে না করে। ২০১৭ সালে ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল পাকিস্তান। সেই ফাইনালের প্রসঙ্গ টেনে সৌরভ বলেছেন, ‘ভারতকে সতর্ক থাকতে হবে। ফেবারিট হিসেবে তারা মাঠে নামছে, এমনটা ভাবা একদমই ঠিক হবে না। আমার মনে হয়, ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানকে হালকাভাবে নিয়ে ভুগতে হয়েছিল ভারতকে।’ পাকিস্তানকে হালকাভাবে নেওয়ার সুযোগ দেখছেন না আরেক ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারও, ‘পাকিস্তান সব সময় আনপ্রেডিক্টেবল এবং তারা বেশ ভয়ংকর দল। সুতরাং তাদেরকে ভারতের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটা ধাপে ভারতকে শতভাগ নিশ্চিত হবে হবে যে, তারা কী করতে যাচ্ছে। এবং সবকিছু পরিকল্পনামাফিক হতে হবে।’ বিশ্বকাপে অবশ্য কখনো ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। ছয়বারের দেখায় প্রতিবারই জিতেছে ভারত। তবে এই দুই দলের লড়াইয়ের গুরুত্বই অন্যরকম। সৌরভ নিজের অভিজ্ঞতা থেকে বলছেন, ‘এই ম্যাচটা নিয়ে মানুষের প্রবল আগ্রহ। ম্যানচেস্টারে বড় এক ম্যাচ হতে যাচ্ছে। ২০০৩ সালে অধিনায়ক হিসেবে পাকিস্তানে গিয়েছিলাম। তার আগে পাকিস্তান সফরে গিয়ে ভারত কখনো জেতেনি। আমার নেতৃত্বে পাকিস্তানে গিয়ে টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছিল ভারত।’ দুই বছর আগে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মোহাম্মদ আমিরের একটা স্পেল গড়ে দিয়েছিল ম্যাচের ভাগ্য। রোববার তাকে সামলানোটা ভারতের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন সৌরভ, ‘এবারের বিশ্বকাপের যখন দল বাছাই করা হয়, তখন মোহাম্মদ আমির কোথাও ছিল না। তাকে বাদ দেওয়া হয়েছিল। পরে চূড়ান্ত দলে আমিরকে জায়গা দেওয়া  হয়। এখন আমির বিশ্বকাপের অন্যতম সেরা উইকেটশিকারি। পাকিস্তানের মতো দল থেকে এমন কিছুই আপনি পেতে পারেন।’ রাইজিংবিডি/ঢাকা/১৫ জুন ২০১৯/পরাগ