বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

রোহিত-রাহুল জুটির রেকর্ড

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে শতরানের উদ্বোধনী জুটি পেয়েছে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে টস হেরে ব্যাট করছে বিরাট কোহলির দল। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের উদ্বোধনী জুটি শতরান স্পর্শ করেছে ১০৫ বলে। ওয়াহাব রিয়াজের বলে রাহুলের বিদায়ে ভাঙে ২৩.৫ ওভার স্থায়ী ১৩৬ রানের জুটি। রোহিত-রাহুল ছাড়িয়ে গেছেন শচীন টেন্ডুলকার ও নবজ্যোত সিং সিধু জুটিকে। ১৯৯৬ বিশ্বকাপে বেঙ্গালুরুতে টেন্ডুলকার-সিধুর ৯০ রানের উদ্বোধনী জুটি ছিল আগের রেকর্ড। বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে যেকোনো উইকেটেই এটি ভারতের চতুর্থ শতরানের জুটি। অথচ জুটি ভাঙতে পারত ৪৭ রানেই। কিন্তু রোহিত শর্মাকে রান আউট করার সুযোগ নষ্ট করেন ফখর জামান। ৩২ রানে বেঁচে গিয়ে রোহিত করেন ফিফটি, ৩৪ বলে। ফিফটির করেন রাহুলও, ৬৯ বলে। ফিফটির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেননি রাহুল। ৭৮ বলে ৩ চার ও ২ ছক্কায় করেন ৫৭।

রাইজিংবিডি/ঢাকা/১৬ জুন ২০১৯/পরাগ