বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

টনটনে জয়ের পর টুইটারে টাইগার বন্দনা

ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে এত বড় স্কোর তাড়ায় আগে কখনো জিতেনি বাংলাদেশ। সাকিব আল হাসান ও লিটন দাসের রেকর্ড জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নতুন ইতিহাস গড়া হলো। বিশ্বকাপে এমন দুর্দান্ত জয়ের পর টুইটারে টাইগারদের নিয়ে চলছে প্রশংসা ঝড়। ঘরের শুভাকাঙ্খিদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন প্রান্তের বর্তমান ও প্রাক্তন তারকা ক্রিকেটারদের মুখেও এখন টাইগার বন্দনা। বিশ্বকাপে টানা দুই ম্যাচে সেঞ্চুরি পেলেন সাকিব। তার ম্যাচসেরা পারফরম্যান্সে বাংলাদেশ পেয়েছে জয়ের দেখা। এমন পারফরম্যান্সের পর বিশ্বসেরা অলরাউন্ডারের প্রশংসা করে সাকিবের প্রাক্তন গুরু ইয়ান্ট পন্ট বলেন, ‘সাকিবের সব থেকে বড় গুণ হচ্ছে ও সব সময় শোনে এবং শেখে। সে একদম বাচ্চাদের মতো আর একটু দুর্লভ প্রতিভা। এই জয়টা বাংলাদেশের প্রাপ্য।’ উইন্ডিজ বধের পর বাংলাদেশের পারফরম্যান্সের প্রশংসা করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার শহীদ আফ্রিদি। টুইটারে তিনি বলেন, ‘বাংলাদেশি টাইগারদের অভিনন্দন। তারা এ জয়ের যোগ্য। সাকিব ও লিটন দাসের ইনিংস অসাধারণ। বিশ্বকাপের মতো মঞ্চে কোনো দেশকে ছোট করে দেখা উচিত নয় কারণ সবাই এখানে সবাই প্রস্তুতি নিয়েই খেলতে এসেছে।’ রেকর্ড জয়ের পর ভারতীয় প্রাক্তন ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বলেন, ‘এটা বাংলাদেশের ইতিহাসের সব থেকে শক্তিশালী ব্যাটিং পারফরম্যান্স। আর আমি বাংলাদেশের খেলা অনেক দিন ধরেই দেখে আসছি।’ এছাড়া প্রাক্তন ইংলিশ ক্রিকেটার মন্টি প্যানেসার বলেন, ‘ এই বিশ্বকাপে বাংলাদেশ সবচেয়ে অভিজ্ঞ দিক। বাংলাদেশি টাইগারদের ছোট করে দেখো না।’ রাইজিংবিডি/ঢাকা/১৮ জুন ২০১৯/শামীম