বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

ম্যাকগ্রাকে ছাড়িয়ে স্টার্কের ইতিহাস

ক্রীড়া ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোড়া উইকেটে বিশ্বকাপের এক আসরে গ্লেন ম্যাকগ্রার সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড ছুঁয়েছিলেন মিচেল স্টার্ক। আজ ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে উইকেট নিয়ে ম্যাকগ্রাকে ছাড়িয়েছেন। বিশ্বকাপের এক আসরে গড়লেন সর্বোচ্চ উইকেট নেওয়ার ইতিহাস।

এক উইকেট পেলেই ইতিহাস, এমন রেকর্ড সামনে রেখে আজ ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছেন স্টার্ক। গত ম্যাচে তিনি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই উইকেটে রেকর্ড ছুলেও দল জয় পায়নি। আজ উইকেট নিয়ে স্টার্ক অনন্য কীর্তি গড়লেও ইংল্যান্ডের বিপক্ষে হার চোখ রাঙাচ্ছে অসিদের।

এজবাস্টনে টস জিতে আগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে বড় লক্ষ্য দিতে পারেনি অস্ট্রেলিয়া। অসিদের বিপক্ষে জিতে ফাইনালে যেতে মাত্র ২২৪ রান দরকার ইংলিশদের। স্বাগতিকদের ছোট লক্ষ্য দিয়েও শুরুতে উইকেট পেতে ব্যর্থ অসি বোলারা।

ইনিংসের ১২৪ রানের মাথায় প্রথম সাফল্য পান মিচেল স্টার্ক। নিজের চতুর্থ ওভার করতে এসে জনি বেয়ারস্টোকে এলবিডব্লিউ করে ফেরান তিনি। তাতেই বিশ্বকাপের এক আসরে ২৭ উইকেট নিয়ে অনন্য উচ্চতায় পৌছে যান অসি এ পেসার।

তার আগে ২০০৭ বিশ্বকাপে ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ম্যাকগ্রা। আজ এজবাস্টনে বেয়ারস্টোর উইকেট নিয়ে স্বদেশী পূর্বসূরীকে ছাড়িয়ে গেছেন স্টার্ক। ২০০৩ বিশ্বকাপে ২৩ উইকেট নিয়ে এ তালিকার তৃতীয় স্থানটি দখলে রেখেছেন শ্রীলঙ্কার চামিন্দা ভাস। রাইজিংবিডি/ঢাকা/১১ জুলাই ২০১৯/শামীম