বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

অনন্য মাইলফলক থেকে এক রান দূরে উইলিয়ামসন

ক্রীড়া ডেস্ক: রেকর্ডবুকে ঝড় তোলা নতুন কিছু নয় নিউজিল্যান্ড দলপতি কেন উইলিয়ামসনের জন্য। ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সে নিয়মিতই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এরই ধারাবাহিকতায় আরো একটি অনন্য রেকর্ডের সামনে দাঁড়িয়ে তিনি।

চলতি ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে আজ ইংল্যান্ডের বিপক্ষে আর মাত্র ১ রান করতে পারলেই মাহেলা জয়বর্ধনেকে ছাড়িয়ে অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক হবেন কেন উইলিয়ামসন। ২০০৭ বিশ্বকাপে শ্রীলঙ্কার হয়ে ১১ ম্যাচে ৫৪৮ রান করেছিলেন দলটির অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। দুই ম্যাচে কম খেলে এরই মধ্যে জয়বর্ধনের সমান ৫৪৮ রানের মালিক উইলিয়ামসন।

এছাড়া অধিনায়ক হিসেবে এক বিশ্বকাপে ৫০০ রানের বেশি করার দিক থেকে চতুর্থ উইলিয়ামসন। এর আগে এই কীর্তি  গড়েছেন মাত্র ৩ জন।

সর্বোচ্চ রানের রেকর্ডের পাশাপাশি আজ ১০০ রানের বেশি করতে পারলে সৌরভ গাঙ্গুলীর এক বিশ্বকাপে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরির রেকর্ডেও ভাগ বসাবেন কেন উইলিয়ামসন। ২০০৩ সালে ভারতের হয়ে ৩ টি শতক হাঁকিয়েছিলেন গাঙ্গুলী। চলতি বিশ্বকাপে উইলিয়ামসনের নামের পাশে এরই মধ্যে আছে ২ টি শতক। 

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জুলাই ২০১৯/নুরুল