বিশ্বকাপ ক্রিকেট ২০১৯

‘কখনো কল্পনা করিনি বিশ্বকাপ জিতব’

ক্রীড়া ডেস্ক : ৯ মার্চ ২০১৫- বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছিল ইংল্যান্ড।

১৪ জুলাই ২০১৯- ইংল্যান্ড বিশ্বের এক নম্বর ওয়ানডে দল, প্রথমবারের মতো জিতল বিশ্বকাপ শিরোপা।

অসাধারণ প্রত্যাবর্তন বুঝি একেই বলে!

চার বছর আগের বিশ্বকাপে ইংল্যান্ডের অধিনায়ক ছিলেন এউইন মরগান। এবারের বিশ্বকাপ দলের অধিনায়কও তিনিই। পার্থক্য, সেবার ফিরেছিলেন খালি হাতে, এবার উঁচিয়ে ধরলেন ট্রফি।

রোববার লর্ডসের ফাইনালে শিরোপা জয়ের পর মরগান বলছেন, বিশ্বকাপ জয়ের কথা কখনো নিজেকে কল্পনাই করতে দেননি!

মূল ম্যাচ টাই হওয়ার পর এদিন সুপার ওভারও হয় টাই। ম্যাচে বাউন্ডারির সংখ্যায় নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে থেকে শিরোপা উৎসবে মাতে ইংলিশরা।

বিবিসি টেস্ট ম্যাচ স্পেশালকে মরগান বলেছেন, ‘ট্রফি হাতে তোলার পর অবিশ্বাস্য কথাটা আমি অন্তত ৫০ বার বলেছি। পরিকল্পনা, কঠোর পরিশ্রম, আত্মনিবেদন, প্রতিশ্রুতি এবং কিছুটা ভাগ্য সত্যিই আমরা সীমানা রেখার ওপর পেয়েছি।’

প্রথম পর্বে তিন ম্যাচ হারের পরও নিজেকে খুব কৃতজ্ঞ মনে করেছেন ইংলিশ অধিনায়ক, ‘মানুষ বিশ্বাস করেছে, কারণ আমরা বিশ্বাস করেছি। বিশ্বকাপ জয়ের কথা আমি নিজেকে কখনো কল্পনা করতে দিইনি।’

 

রাইজিংবিডি/ঢাকা/১৫ জুলাই ২০১৯/পরাগ