ঢাকা সিটি নির্বাচন-২০২০

ঢাকাকে বাসযোগ্য করে তুলব : ইশরাক

নির্বাচিত হলে ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

শনিবার দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পাশে কলেজিয়েট স্কুলের সামনে প্রচারে গিয়ে তিনি এসব প্রতিশ্রতি দেন।

বিএনপি মনোনীত এ প্রার্থী বলেন, ‘আমি শুক্রবার যাত্রাবাড়ী, কদমতলী ও শ্যামপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি। ওই সব জায়গায় যে নোংরা পরিবেশ-তা মানুষের বসবাস যোগ্য নয়। শুধু যাত্রাবাড়ী এবং শ্যামপুরে নয় পুরো ঢাকার চিত্রই এক।’

ঢাকা শহরকে একটি বাসযোগ্য নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, ‘আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব। রাস্তাঘাট পরিষ্কার করব। নিরাপদ পানির লাইনের ব্যাবস্থা করব। নিরাপদ পানির জন্য সঞ্চালন লাইনের ব্যাবস্থা করব।’

'আমি ইশরাক হোসেন বলতে চাই, আমি নির্বাচিত হলে আপনাদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাব। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাব। আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে আমাদের কাজ সম্পূর্ণ করব।'

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, বিএনপি নেতা মীর সরাফত আলীসহ আরো অনেকে।

 

ঢাকা/সাওন/ইভা