ঢাকা সিটি নির্বাচন-২০২০

স্মার্ট সিটির জন্য আতিকুলের ডিজিটাল অ্যাপ তৈরি

ঢাকাকে স্মার্ট সিটিতে রূপ দিতে নগরের এলাকাভিত্তিক সমস্যাগুলো সমাধানে ডিজিটাল অ্যাপ বানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। এর মাধ্যমে নাগরিক সেবা নাগরিকদের হাতের মুঠোয় থাকবে বলে মনে করেন তিনি।

শনিবার শেওড়াপাড়া, কচুক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময়ে এ কথা বলেন আওয়ামী লীগ মনোনীত এই মেয়র প্রার্থী।

আতিকুল ইসলাম বলেন, ‘স্মার্ট ঢাকা সিটি গড়তে চাই। স্মার্ট ঢাকা সিটি গড়ার জন্য ইতিমধ্যে আমরা একটি অ্যাপস তৈরি করে ফেলেছি। ইনশাল্লাহ যদি জয়যুক্ত হই, সে অ্যাপসের নাম হবে ‘সবার ঢাকা’। এ অ্যাপসে থাকবে কোন এলাকায় কী কী সমস্যা, আপনার কোন এলাকায় লাইন দরকার, কোন এলাকায় ফুটপাত দখল হয়ে যাচ্ছে, জনগণ সে অ্যাপসের মাধ্যমে অভিযোগ করতে পারবেন।’

তিনি বলেন, ‘আমাদের প্রত্যেকের হাতে ডিজিটাল ফোন আছে, ডিজিটাল নগর বাস্তবায়নের জন্য আমরা চাই একটি ডিজিটাল অ্যাপস। আমি কথা দিতে চাই, ইনশাল্লাহ নৌকা বিজয়ী হলে অবশ্যই এটি বাস্তবায়ন করবো। বিজয়ী হয়ে দায়িত্ব নেওয়ার তিন মাসের মধ্যেই ‘সবার ঢাকা’ অ্যাপস চালু করবো।’

এলাকাবাসীর উদ্দেশ্যে আতিকুল ইসলাম বলেন, ‘আমরা উন্নয়ন চাই, উন্নয়ন হবে ইনশাল্লাহ। এই এলাকায় কোন যাত্রী ছাউনি নাই, আমাদের প্ল্যানে অলরেডি এই এলাকার জন্য যাত্রী ছাউনি পরিকল্পনা ছিল, কিন্তু সময় স্বল্পতার জন্য করতে পারিনি। ইনশাল্লাহ আমি বলতে পারি, নির্বাচিত হলে ৯০ দিনের মধ্যে এই এলাকায় যাত্রী ছাউনি নির্মাণ করা হবে এবং বাংলা কলেজ পর্যন্ত ১০০ ফিট রাস্তা নির্মাণ করা হবে।’

“আমরা বিশ্বাস করি উন্নয়নকে, মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন উন্নয়নকে, এই উন্নয়নের মার্কা হচ্ছে নৌকা। উন্নয়ন করতে হলে নৌকার বিকল্প নাই। আমরা বলেছি, যানজট অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে আমাদের জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমাদের পরিকল্পনা রয়েছে, যতদ্রুত সম্ভব সবাইকে সাথে নিয়ে যানজট নিরসন করবো, বলেন তিনি।

 

ঢাকা/পারভেজ/সাজেদ