ঢাকা প্রিমিয়ার লিগ

শাইনপুকুর থেকে আবাহনীতে মাশরাফি

ক্রীড়া প্রতিবেদক : প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়ে ঢাকা প্রিমিয়ার লিগে উঠে এসেছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। । তবে লিগ শুরুর আগের দিন বদলে গেল মাশরাফির দল। শাইনপুকুর থেকে তিনি এসেছেন আবাহনীতে। শুধু মাশরাফিই নন, খেলাঘর সমাজ কল্যাণ সমিতি থেকে আবাহনীতে এসেছেন এনামুল হক বিজয়ও। আবাহনী থেকে খেলাঘরে গেছেন হাসান মাহমুদ। প্লেয়ার্স ড্রাফটের দিনই অবশ্য সিসিডিএম-এর পক্ষ থেকে বলা হয়েছিল, লিগ শুরুর আগে দুই ক্লাব সমঝোতার ভিত্তিতে যদি কোনো খেলোয়াড় ‘এক্সচেঞ্জ’ করতে চায় তাহলে করতে পারবে। প্রিমিয়ার লিগে এবারই প্রথম দল গঠনে এই ‘এক্সচেঞ্জ’ পলিসি রেখেছে সিসিডিএম (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিটন)। তবে ‘এক্সচেঞ্জ’ অবশ্যই খেলোয়াড়ের ইচ্ছায় হতে হবে। জোর করে যদি কোনো ক্লাব খেলোয়াড় এক্সচেঞ্জ করে তাহলে কঠোর ব্যবস্থা নেবে বোর্ড। রোববার বিসিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওপরের তিন ক্রিকেটারের দলবদলের কথা জানানো হয়েছে। বোর্ড জানিয়েছে, ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের প্লেয়ার্স ড্রাফট রেগুলেশনের ২৬ ধারা অনুযায়ী এই ড্রাফট-পরবর্তী দলবদল সম্পন্ন হয়েছে। তবে মাশরাফির বদলে শাইনপুকুরে কোন ক্রিকেটার গেছেন, সেটা জানানো হয়নি। ১২ দলকে নিয়ে সোমবার থেকে শুরু হবে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ২০১৭-১৮। রাইজিংবিডি/ঢাকা/৪ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ