ঢাকা প্রিমিয়ার লিগ

ব্রাদার্সের টানা দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ব্রাদার্স ইউনিয়ন। প্রথম রাউন্ডে তারা হারায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে। আজ রোববার দ্বিতীয় রাউন্ডে তারা হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের ৩ নম্বর মাঠে টস হেরে ব্যাট করতে নেমে ব্রাদার্স ইউনিয়ন ৭ উইকেট হারিয়ে ২৯৪ রান সংগ্রহ করে। জবাবে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ৪৭.৪ ওভারে ২৭০ রানে অলআউট হয়ে যায়। ব্রাদার্স ইউনিয়ন জয় পায় ২৪ রানে। ব্রাদার্সের এমন জয়ে বল হাতে অবদান রেখেছেন অলক কাপালি (৩ উইকেট), সোহরাওয়ার্দী শুভ (২ উইকেট), খালেদ আহমেদ (২ উইকেট)। এ ছাড়া ইফতেখার সাজ্জাদ ও মেহেদী হাসান রানা ১টি করে উইকেট নেন। তার আগে ব্যাট হাতে ব্রাদার্সকে বড় সংগ্রহ এনে দিতে অবদান রাখেন অলক কাপালি (৭৯), ইয়াসির আলী (৬৯*), জুনায়েদ সিদ্দিকী (৪৫), মিজানুর রহমান (৩৬) ও মাইশুকুর রহমান (৩০)। মূলত অলক কাপালির অলরাউন্ড নৈপূণ্যে জয় পেয়েছে ব্রাদার্স। এদিকে প্রাইম ব্যাংকের তিনজন ব্যাটসম্যান হাফ সেঞ্চুরি করেও দলকে জেতাতে পারেননি। অবশ্য চারজন ছাড়া বাকিদের কেউ দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাই জয়ও ধরা দেয়নি। ব্যাট হাতে প্রাইম ব্যাংককে জেতাতে প্রাণপণ চেষ্টা করেন নিহাদুল ইসলাম। ৬৯ বলে ৮টি চার ও ৪টি ছক্কায় ৮৮ রান করেন তিনি। জাকির হাসান ও ভারতের কুনাল চান্দেলা ৫০টি করে রান করেন। ৩৬টি রান করেন দেলোয়ার হোসেন। বাকি ৭ ব্যাটসম্যানের কেউ-ই দুই অঙ্কের কোটা ছুঁতে পারেননি। তাদের মধ্যে সর্বোচ্চ ৯ রান করেন মেহেদী মারুফ। ব্যাট হাতে ৭৯ ও বল হাতে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন ব্রাদার্স ইউনিয়নের অলক কাপালি। রাইজিংবিডি/ঢাকা/১১ ফেব্রুয়ারি ২০১৮/আমিনুল