ঢাকা প্রিমিয়ার লিগ

ওয়ালটন ডিপিএলে খেলতে ঢাকায় ইউসুফ পাঠান

ক্রীড়া প্রতিবেদক : প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে ঢাকায় এসেছেন ভারতীয় অলরাউন্ডার ইউসুফ পাঠান। বৃহস্পতিবার ঢাকায় পা রাখেন ইউসুফ। বিষয়টি নিশ্চিত করেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আগামী শনিবার লিগের পঞ্চম রাউন্ডে প্রাইম ব্যাংকের হয়ে মাঠে নামবেন ইউসুফ। সেদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে মোহামেডানের বিপক্ষে খেলবে প্রাইম ব্যাংক। প্রিমিয়ার লিগের আগের মৌসুমে ঢাকা আবাহনীতে খেলেছিলেন ইউসুফ। এবারের আইপিএলে সাকিব আল হাসানের দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলবেন ৩৫ বছর বয়সি এই অলরাউন্ডার। ভারতের হয়ে ৫৭ ওয়ানডে ও ২২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইউসুফ। ২০১২ সালের পর আর জাতীয় দলে সুযোগ পাননি। ১৭৭ লিস্ট ‘এ’ ম্যাচে তিনি ৩৩.৭৯ গড়ে ৪ হাজার ২৫৮ রান করেছেন। অফ স্পিনে নিয়েছেন ১১৪ উইকেট। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে চলমান ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম চার ম্যাচে খেলেছেন দিল্লির ব্যাটসম্যান কুনাল চান্ডিলা। প্রাইম ব্যাংক জয় দিয়ে লিগ শুরুর পর টানা তিন ম্যাচ হেরেছে। পয়েন্ট তালিকায় ১২ দলের মধ্যে তাদের অবস্থান নবম। ইউসুফের আগমনে প্রাইম ব্যাংকের ভাগ্য ফেরে কি না, সেটাই এখন দেখার। রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৮/পরাগ