ঢাকা প্রিমিয়ার লিগ

আবাহনীর জয়রথ থামাল প্রাইম ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের জয়রথ থামাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। আবাহনীর ৯ রানের হারে ম্লান হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দুর্দান্ত বোলিং। সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে আজ আগে ব্যাট করতে নেমে ৪ বল বাকি থাকতে ২৪৬ রানে অলআউট হয়েছিল প্রাইম ব্যাংক। জবাবে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৭ রানের বেশি করতে পারেনি আবাহনী। লিগের প্রথম ছয় ম্যাচ জিতে আকাশে উড়ছিল আবাহনী। সপ্তম ম্যাচে এসে প্রথম হারের তিক্ত স্বাদ পেল তারা। প্রাইম ব্যাংক পেল টানা দ্বিতীয় জয়। সব মিলিয়ে সাত ম্যাচে তাদের তৃতীয় জয়। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই মেহরাব হোসেন জুনিয়রের (০) উইকেট হারায় প্রাইম ব্যাংক। দলীয় ৪২ রানে ফিরে যান আরেক ওপেনার মেহেদী মারুফও (১৫)। তিন ও চার নম্বরে নামা জাকির হাসান ও আল-আমিনের পঞ্চাশোর্ধ দুটি ইনিংস শেষ পর্যন্ত প্রাইম ব্যাংককে এনে দেয় লড়াইয়ের পুঁজি।   ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৯৮ বলে ৭ চার ও এক ছক্কায় ইনিংস সর্বোচ্চ ৮৪ রান করেন আল-আমিন। ৮১ বলে ৬ চারে ৬২ রান জাকিরের। এ ছাড়া ইউসুফ পাঠান ২৮ ও মনির হোসেন করেন ২০ রান। লিগের শুরু থেকে দুর্দান্ত বোলিং করা মাশরাফি এদিনও ছিলেন উজ্জ্বল। ৪২ রানে নিয়েছেন ৪ উইকেট। মানপ্রীত গনি ও সাকলাইন সজীব নেন ২টি করে উইকেট। মাঝারি লক্ষ্য তাড়ায় ১৭ রানেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিথুন- তিনজনের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। চতুর্থ উইকেটে সাইফ হাসান ও অধিনায়ক নাসির হোসেনের ১২৭ রানের জুটিতে আশা দেখছিল আবাহনী। কিন্তু নাসিরের বিদায়ে (৬৫) এ জুটি ভাঙার পরই আবার পথ হারায় তারা। দলীয় ১৭৬ রানে সাইফ ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে রান আউট (৭৫) হয়ে গেলে আবাহনীর জয়ের আশাও ফিকে হয়ে যায়। দুর্দান্ত বোলিং করা মাশরাফির ব্যাট হাতে নায়ক হওয়ার সুযোগ ছিল। কিন্তু ১২ বলে ২৩ রানের প্রয়োজনে ৪৯তম ওভারের প্রথম বলে আউট হয়ে যান মাশরাফি (২২)। ৫১ রানে ৪ উইকেট নিয়ে প্রাইম ব্যাংকের সেরা বোলার শরিফুল ইসলাম। ৪৩ রানে ২ উইকেট নেন আগের ম্যাচে জয়ের নায়ক দেলোয়ার হোসেন। ম্যাচসেরা হয়েছেন শরিফুল। রাইজিংবিডি/ঢাকা/২ মার্চ ২০১৮/পরাগ