ঢাকা প্রিমিয়ার লিগ

জহুরুলের সেঞ্চুরিতে গাজীর জয়

ক্রীড়া প্রতিবেদক: আগের ম্যাচে শক্তিশালী মোহামেডানের বিপক্ষে ২৯ রানে জয় পেয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। ওয়ালটন ডিপিএলের নবম রাউন্ডের ম্যাচও দারুণ পারফরমান্সে জয়ের ধারা অব্যহত রাখল দলটি। এবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৭ উইকেটে হারিয়েছে গাজী গ্রুপ। সাভারে বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি হয় গাজী গ্রুপ ও  প্রাইম ব্যাংক। টস জিতে আজ প্রাইম ব্যাংককে ব্যাটিংয়ে পাঠায় গাজী। আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৫৭ রানের সংগ্রহ পায় প্রাইম ব্যাংক। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক জহুরুলের সেঞ্চুরিতে ভর করে ৭ বল হাতে রেখে ৭ উইকেটে জয় তুলে নেয় গাজী গ্রুপ। ঢাকা প্রিমিয়ার লিগের চলমান আসরে এটি তাদের চতুর্থ জয়। জয়ের জন্য ২৫৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ভালো সূচনা এনে দেন গাজীর অধিনায়ক জহুরুল ইসলাম। দলটির হয়ে মেহেদী হাসান ২২, মুমিনুল হক ৪, সাইফুল হায়াত ৬ রানে সাজঘরে ফেরেন। তবে দলের হয়ে কাজের কাজটি করেন জহুরুল ইসলাম। সর্বোচ্চ ১০৩ রান করে রিটায়ার্ড নট আউটে মাঠ ছাড়েন জহুরুল ইসলাম। এছাড়া গাজী গ্রুপের হয়ে সেঞ্চুরির খুব কাছে চলে গিয়েছিলেন আরেক ব্যাটসম্যান আসিফ আহমেদ। দল লক্ষ্যে পৌঁছে যাওয়ায় ৯১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়তে হয়েছে তাকে। এর আগে টস হেরে আগে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংকের হয়ে সর্বোচ্চ ইনিংসটি খেলেন ইউসুফ পাঠান।  সপ্তম অবস্থানে ব্যাট করতে নেমে ৭২ রানে অপরাজিত ছিলেন ভারতীয় এ অলরাউন্ডার। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসানের ব্যাট থেকে। এছাড়া আল-আমিন ৩৭ ও মেহেদী মারুফ ৩২ রান করে আউট হয়েছেন। গাজীর হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নিয়েছেন নাঈম হাসান। এছাড়া টিপু সুলতান ও মুমিনুল হক ১টি করে উইকেট নেন। ডিপিএলে নবম রাউন্ড শেষে ৯ ম্যাচে ৪  জয় ও ৫ হারে গাজীর পয়েন্ট ৮। পয়েন্ট টেবিলে নবম অবস্থানে রয়েছে দলটি। সমান ম্যাচে ৮ পয়েন্টে প্রাইম ব্যাংকের অবস্থান ষষ্ঠ স্থানে। আর ৯ ম্যাচের ৭টিতে জিতে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। রাইজিংবিডি/ঢাকা/১০ মার্চ ২০১৮/শামীম