ঢাকা প্রিমিয়ার লিগ

শিরোপা জিতবে কে, আবাহনী না শেখ জামাল?

ক্রীড়া প্রতিবেদক : ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগে শেষ রোমাঞ্চের অপেক্ষা। শেষ রাউন্ডে হবে শিরোপা নিষ্পত্তি। কার হাতে উঠবে ঢাকার ক্লাব ক্রিকেটের সেরার মুকুট। জানতে হলে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। পয়েন্ট টেবিল অনুযায়ী তিন দলের শিরোপা জয়ের সম্ভাবনা রয়েছে। যদিও এক দলকে শিরোপা জিততে হলে প্রায় অসম্ভব অনেক সমীকরণ মেলাতে হবে। এগিয়ে আছে আবাহনী লিমিটেড ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শিরোপা রেসে টিকে থাকলেও খানিকটা পিছিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৫ ম্যাচে ১১ জয় ও ৪ পরাজয়ে ২২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আবাহনী লিমিটেড। শেষ রাউন্ডে তারা জিতলে হেসেখেলেই এক মৌসুম পর শিরোপা পুনরুদ্ধার করবে আবাহনী। ঢাকা লিগ লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর আবাহনী শিরোপা জিতেছে একবার। আগামীকাল জয় পেলেই দ্বিতীয়বারের মতো ঢাকা লিগের শিরোপা উঠবে আবাহনীর শোকেসে। তবে আবাহনী যদি শেষ রাউন্ডে হেরে যায়, তাহলেও শিরোপা পাওয়ার সম্ভবনা রয়েছে তাদের। এজন্য হারতে হবে শেখ জামালকে। শেখ জামাল শেষ ম্যাচে হেরে গেলে এবং রূপগঞ্জ জিতে গেলে, আবাহনী ও রূপগঞ্জের পয়েন্ট হবে সমান ২২। হেড টু হেডেও তখন দুই দলের জয়-পরাজয় সমান হবে। কারণ লিগের শুরুতেই আবাহনী হারিয়েছিল রূপগঞ্জকে। হেড টু হেড সমান হওয়ার পর রান রেটের হিসাব বিবেচনায় আসবে। তখন শিরোপা উঠবে আবাহনীর হাতেই। কারণ আবাহনীর রান রেট সবার থেকে বেশি। তবে আবাহনী হেরে গেলে এবং শেখ জামাল খেলাঘরকে হারালে লিগের শিরোপা জিতবে শেখ জামাল। তখন আবাহনী, রূপগঞ্জ ও শেখ জামালের পয়েন্ট হবে সমান ২২। তখন বিবেচনায় আসবে হেড টু হেড। তিন দলের মুখোমুখি লড়াইয়ে শেখ জামাল এগিয়ে। আবাহনীকে সুপার লিগে হারানোর আগে প্রথম পর্বে তাদের কাছে হেরেছিল শেখ জামাল। কিন্তু রূপগঞ্জকে দুবারই হারিয়েছিল শেখ জামাল। সুপার লিগের ছয় দলের মুখোমুখি লড়াইয়ে শেখ জামালের জয় ৩ ম্যাচে। আবাহনীর ২ ম্যাচে। শেষ ম্যাচে মুখোমুখি লড়াইয়ে নামবে রূপগঞ্জ-আবাহনী। আবাহনীকে হারালে রূপগঞ্জের জয় হবে ১ ম্যাচে। ৩ জয় নিয়ে শ্রেষ্ঠত্বের মুকুট জিতবে শেখ জামাল। শেখ জামালের জয়ের কোনো বিকল্প নেই। ঢাকা লিগের শিরোপা প্রথমবারের মতো তারা ঘরে তুলতে পারে কিনা সেটাই দেখার। ২০১৩-১৪ মৌসুমে রানার্সআপ হয়েছিল দলটি।   এদিকে শেষ ম্যাচে শেখ জামাল হারলে এবং রূপগঞ্জ যদি আবাহনীকে বিশাল ব্যবধানে হারাতে পারে তাহলে প্রথমবারের মতো তাদের হাতেও উঠতে পারে শিরোপা। তাদের জন্য সমীকরণটা বেশ কঠিন। কারণ রান রেটে ধরা ছোঁয়ার বাইরে আবাহনী। রাইজিংবিডি/ঢাকা/৪ এপ্রিল ২০১৮/ইয়াসিন/আমিনুল