ঢাকা প্রিমিয়ার লিগ ২০১৯-২০

ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের টুর্নামেন্ট স্থগিত

মহামারী আকার ধারণ করা করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত ক্রিকেট-ফুটবলসহ ঘরোয়া ও আন্তর্জাতিক সব ধরনের টুর্নামেন্ট স্থগিত করার ঘোষণা দিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি।

প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে আজ সোমবার (১৬ মার্চ) সচিবালয়ে এই ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, ‘করানো ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে স্কুল কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের বন্ধ করা হয়েছে। আজ মন্ত্রীসভার বৈঠকে একজন মন্ত্রী বিষয়টি উপস্থাপন করলে প্রধানমন্ত্রী ক্রিকেট, ফুটবলসহ সব টুর্নামেন্ট বন্ধ রাখার নির্দেশ দেন। প্রধানমন্ত্রী নির্দেশক্রমে আগামী ৩১ মার্চ পর্যন্ত আন্তর্জাতিকসহ সকল টুর্নামেন্ট বন্ধ করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘যদি কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট কিংবা খেলা থাকে তাহলে সেটা এপ্রিল মাসে আয়োজন করা হবে।’

প্রতিমন্ত্রী  বলেন, ‘ক্রিকেটে অনেক খেলোয়াড় বল করার সময় লালা ব্যবহার করেন। এটা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই আপাতত সব খেলা বন্ধ করা হয়েছে।’

এ সময় সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত  ছিলেন।

 

ঢাকা/আসাদ/আমিনুল