অর্থনীতি

সোয়ান শ্রমিকদের প্রত্যেককে ১০ হাজার টাকা দেওয়ার দাবি

অর্থনৈতিক প্রতিবেদক : আগামী ৩০ আগস্টের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে সোয়ান গার্মেন্টস শ্রমিকদের প্রত্যেককে ১০ হাজার টাকা দেওয়ার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।

 

মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন।

 

সমাবেশে রুহুল আমিন বলেন, এক মাস আগে শ্রমমন্ত্রী মুজিবুল হক চুন্নু বলেছিলেন, শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন থেকে সোয়ানের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হবে। কিন্তু আজ এক মাস হয়ে গেলেও এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো সুরাহা হয়নি।

 

তিনি বলেন, অবিলম্বে বিনা নোটিশে বন্ধ কারখানা খুলে দিয়ে শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ করা হোক। না হয় শ্রমিকদের নিয়ে আবারো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

     

রাইজিংবিডি/ঢাকা/২৫ আগস্ট ২০১৫/মামুন/সাইফুল