অর্থনীতি

টেক্সটাইল ও পোশাকশিল্প প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : ১৬তম আন্তর্জাতিক টেক্সটাইল ও পোশাকশিল্প প্রযুক্তি ও যন্ত্রপাতি প্রদর্শনী-২০১৫ শুরু হয়েছে।

 

বুধবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সিইএমএস-গ্লোবাল-ইউএসএ, এশিয়া প্যাসিফিক এবং সিইএমএস-বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত চার দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

 

উদ্বোধনের আগে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, পোশাক খাতে বর্হিবিশ্বে ষড়যন্ত্র হওয়ার পরও এই খাতটি এগিয়ে যাচ্ছে। পোশাক শিল্প আর আগের অবস্থায় নেই। এই খাতে অনেক পরিবর্তন হয়েছে।

 

তিনি বলেন, ‘এটি একটি ভালো উদ্যোগ। এ ধরনের উদ্যোগ দেশি-বিদেশি উদ্যোক্তাদের উৎসাহ যোগাবে। বাংলাদেশের পোশাক খাত সম্পর্কে সবাই অবগত হবে।’

 

জানা গেছে, প্রদর্শনীতে ১৫টি দেশের ছয় শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলা চলবে আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত।

 

এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মো. আতিকুল ইসলাম, সহ-সভাপতি শহীদুল্লাহ আজিমসহ পোশাক খাতের সঙ্গে জড়িত ব্যক্তিবর্গ এবং দেশি-বিদেশি উদ্যোক্তারা।

     

রাইজিংবিডি/ঢাকা/২ সেপ্টেম্বর ২০১৫/মামুন/রফিক