অর্থনীতি

রাজশাহীর ভবানীগঞ্জে ইসলামী ব্যাংকের ২৯৯তম শাখা উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর ভবানীগঞ্জে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ২৯৯তম শাখা উদ্বোধন করা হয়েছে। সোমবার রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক প্রধান অতিথি হিসেবে মোবাইল কনফারেন্সিংয়ের মাধ্যমে এ শাখা উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের পরিচালক হুমায়ুন বখতিয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ আবুল বাশারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রাজশাহী জোনের প্রধান মো. ফয়জুল কবির, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র মো. আবদুর রাজ্জাক, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম হেলাল বক্তব্য রাখেন। স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, ওলামা, ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। সংসদ সদস্য মো. এনামুল হক বলেন, ‘ইসলামী ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় ভবানীগঞ্জে ব্যবসা-বাণিজ্য, শিল্পায়ন এবং কর্মসংস্থান সৃষ্টিতে অবদান রাখবে। এ ব্যাংক সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে এ অঞ্চলের সব মানুষের কাছে সমানভাবে ব্যাংকিং সেবা পৌঁছানোর মাধ্যমে তাদের জীবনমান উন্নয়নে ভূমিকা  রাখবে।’ এ ব্যাংকের সেবা গ্রহণ করতে সবার প্রতি আহবান জানান সংসদ সদস্য মো. এনামুল হক।   ইসলামী ব্যাংকের পরিচালক হুমায়ুন বখতিয়ার বলেন, ‘ইসলামী ব্যাংক বাংলাদেশ সরকার ও বাংলাদেশ ব্যাংকসহ সকল নিয়ন্ত্রণকারী সংস্থার আইন, নীতিমালা ও বিধিবিধান অনুসরণের মাধ্যমে সম্পূর্ণ পেশাদারিত্বের ভিত্তিতে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের সব মানুষের কল্যাণ নিশ্চিত করা এ ব্যাংকের মূল লক্ষ্য। ইসলামী ব্যাংক আমদানি-রপ্তানি বাণিজ্য ও রেমিট্যান্স আহরণ, শিল্প, বাণিজ্য, কৃষি, আবাসন, এসএমই, শিক্ষা চিকিৎসাসহ কল্যাণমুখী সব খাতে ব্যাপক অর্থায়নের মাধ্যমে দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করছে। দেশের টেকসই ও সুষম উন্নয়নের লক্ষ্যে শহর ও পল্লি এলাকার ধনী-দরিদ্রের ব্যবধান কমিয়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। উদ্যোক্তা উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও  কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব বিমোচন ও সুষম আর্থিক সমাজ গঠনে ভূমিকা রাখছে এ ব্যাংক।’ বিজ্ঞপ্তি  রাইজিংবিডি/রাজশাহী/৭ সেপ্টেম্বর ২০১৫/রফিক